পুনর্বাসন হাই স্কুলের প্রধান শিক্ষকের জন্মদিন পালন করলেন হলদিয়ার কবি সাহিত্যিক সমাজসেবীমহিষাদলে বাড়ি ডঃ তপন জানা - বর্তমানে প্রধান শিক্ষক পুনর্বাসন হাই স্কুল , উচ্চ মাধ্যমিক । আজ তপন বাবুর জন্মদিন ঘটা করে পালিত করলেন স্কুলে উপ…
পুনর্বাসন হাই স্কুলের প্রধান শিক্ষকের জন্মদিন পালন করলেন হলদিয়ার কবি সাহিত্যিক সমাজসেবী
মহিষাদলে বাড়ি ডঃ তপন জানা - বর্তমানে প্রধান শিক্ষক পুনর্বাসন হাই স্কুল , উচ্চ মাধ্যমিক । আজ তপন বাবুর জন্মদিন ঘটা করে পালিত করলেন স্কুলে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক এবং সমাজসেবী। সমাজ সেবী শিবনাথ সরকার বলেন আপনার শুভ জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।।
,
No comments