২৯ তম বর্ষে চৈতন্যপুর নবতারা ক্লাবের থিম দেব লোকে দেবীর বোধন
আর কয়েকদিন পরেই পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষে মহালয়া এবং তার পর থেকেই শুরু হয়ে যাবে মায়ের আগমনী গান দিয়ে মন্ডপে মন্ডপে পুজো মণ্ডপের উদ্বোধন। পুজোর আগেই দুর্গাপ…
২৯ তম বর্ষে চৈতন্যপুর নবতারা ক্লাবের থিম দেব লোকে দেবীর বোধন
আর কয়েকদিন পরেই পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষে মহালয়া এবং তার পর থেকেই শুরু হয়ে যাবে মায়ের আগমনী গান দিয়ে মন্ডপে মন্ডপে পুজো মণ্ডপের উদ্বোধন। পুজোর আগেই দুর্গাপূজা প্রত্যেক বছরের মতোই ২৯ তম বর্ষে পদার্পণ করল হলদিয়া চৈতন্যপুর নবতারা ক্লাব। তাদের এবারে নতুনত্ব থিম দেব লোকে দেবীর বোধন এবং পুজো মণ্ডপ ঘিরেও উন্মাদনার সৃষ্টি হয়েছে আজ প্রাক সারদ সম্মেলনে নবতারা ক্লাবের পরিবারের সকল সদস্যদের নিয়ে পুজোর আগেই পুজো এই কর্মসূচি পালন করলেন। পঞ্চমীতে পুজো মণ্ডপের উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলার থিম পুজোর জনক নবতারা ক্লাব, পুজোর থিম মণ্ডপ দেখার আমন্ত্রণ জানালেন ক্লাব কমিটির সম্পাদক সোমনাথ ভূঁইয়া।
No comments