Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সবুজের অভিযানের উদ্যোগে হলদি নদীর তীরে তালের আঁটি বসানো হল

সবুজের অভিযানের উদ্যোগে হলদি নদীর তীরে তালের আঁটি বসানো হল 

আম্বেদকর ভবন , দুর্গাচক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর  জেলার হুগলি নদীর তীরে "সবুজের অভিযান" ফেসবুক পরিবারের পক্ষ থেকে প্রায় দীর্ঘ দেড় কিলোমিটার দীর্ঘ পথে তালের …




 সবুজের অভিযানের উদ্যোগে হলদি নদীর তীরে তালের আঁটি বসানো হল 



আম্বেদকর ভবন , দুর্গাচক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর  জেলার হুগলি নদীর তীরে "সবুজের অভিযান" ফেসবুক পরিবারের পক্ষ থেকে প্রায় দীর্ঘ দেড় কিলোমিটার দীর্ঘ পথে তালের আঁটি বসানো হয়।আয়োজক-হলদিয়া এস.সি ; এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ সমিতি। লক্ষ্য- তালগাছ উচ্চতায় অনেক বড় হয় এবং কার্বনের স্তর বেশি হওয়ায় বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করবে এবং সেই সঙ্গে হারিয়ে যাওয়া "বাবুই পাখি" তাঁর বাসা বাঁধতে পারবে। বাবুই পাখি ছাড়াও অঞ্জন ও বাঁদুড় সহ নানা প্রাণী আশ্রয় হিসেবে বেছে নেবে।  পরিকল্পিতভাবে লাগানোয় নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পাবে।

No comments