Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিখোঁজ গৃহবধূ

নিখোঁজ গৃহবধূ শিল্পশহর হলদিয়া বাসুদেবপুর গ্রামে খঞ্জনচক এলাকার গৃহবধূ গত ৮ ই জুলাই সন্ধ্যা পাঁচটার সময় নিখোঁজ হয়। সেই দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়িতে না ফেরায়  বাড়ির লোকজন আত্মীয় পরিজনের খোঁজাখুঁজির পরও খোঁজ না মেলায় বাধ…

 



নিখোঁজ গৃহবধূ 

শিল্পশহর হলদিয়া বাসুদেবপুর গ্রামে খঞ্জনচক এলাকার গৃহবধূ গত ৮ ই জুলাই সন্ধ্যা পাঁচটার সময় নিখোঁজ হয়। সেই দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়িতে না ফেরায়  বাড়ির লোকজন আত্মীয় পরিজনের খোঁজাখুঁজির পরও খোঁজ না মেলায় বাধ্য হয়ে স্থানীয় দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেন। নিখোঁজের রঞ্জনা দাস বয়স ৪০ গায়ের রং শ্যাম বর্ণ উচ্চতা ৫ ফুট পরনে ছিল শাড়ি পায়ে হাওয়াই চপ্পল, শরীরের গঠন  মাঝারি । নিখোঁজের সময় তার বাড়িতে দুটি নাম্বার থেকে কল আসে সেই দুটি ফোন নম্বর থানাতে জানানো হয়েছে। নাম্বারগুলি হল ৮৭৭২৩৭৮৭১২, ৯৬৩৫ ৭৬৯৬২২

নিখোঁজ ব্যক্তির ছেলে  বলেন মায়ের নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা মেনে নিতে পারছি না। তার ছেলে বিশুদাস দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু দীর্ঘদিন পুলিশকে জানিও কোন কাজ হয়নি বলে অভিযোগ। 

No comments