শিক্ষক দিবসের দিনই রক্তদান শিবির
শিক্ষক দিবসের দিনই রক্তদান শিবিরের আয়োজন খুবই তাৎপর্যপূর্ণ। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। কারণ আমরা যেমনি শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করি। তেমনি মানুষের প্রতি, সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে।…
শিক্ষক দিবসের দিনই রক্তদান শিবির
শিক্ষক দিবসের দিনই রক্তদান শিবিরের আয়োজন খুবই তাৎপর্যপূর্ণ। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। কারণ আমরা যেমনি শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করি। তেমনি মানুষের প্রতি, সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতাকে সামনে রেখে মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর লক্ষ্যে রক্তদানও একটা মহৎই কর্ম। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের পানিপারুল স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করেন এগরার বিধায়ক তথা পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি। তিনি বলেন, স্বাভাবিক এই দুটো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে তাঁরা রক্তদানের আয়োজন করেন এবং শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করেন এই পবিত্র দিনটিতে। নিশ্চিতভাবে আমি তাঁদেরকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো ও তাঁদের সাফল্য কামনা করবো বলে জানিয়েছেন স্থানীয় এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, এদিন পানিপারুল গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচ জন বিশিষ্ট শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি গরমে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাডব্যাংক রক্ত সংগ্রহ করে। এদিন ৫০ জন রক্তদান করেন। সবুজ বাঁচাতে প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমবায়ী দীনেশ কুমার প্রধান, অধ্যাপক নলিনী টুং, সংবর্ধনা প্রাপক বিশিষ্ট শিক্ষক যথাক্রমে কেদার চন্দ্র মৈশাল, রাজীব লোচন পাহাড়ি, শ্রী ধীরেন্দ্রনাথ মন্ডল, সুধাংশু শেখর দাস। আয়োজক সংস্থার সভাপতি মনোরঞ্জন মন্ডল, সম্পাদক পূর্ণচন্দ্র জানা, সাংস্কৃতিক সম্পাদক চন্দন দাস ও ইন্দুভূষণ প্রধান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
No comments