হলদিয়া এনার্জি লিমিটেড !ডিস অর্ডার ইনক্রিসেস উইথ দ্যা টাইম....
হলদিয়ার এক প্রান্তে অবস্থিত হলদিয়া এনার্জি লিমিটেড এর পুজো মণ্ডপ দেখে চমকে উঠলাম। এটাই দেখতে তো আসা। এই তো সেই বি - নির্মাণ।সবকিছুর ক্ষয় হয়। যন্ত্র ও মানুষ। কিন্…
হলদিয়া এনার্জি লিমিটেড !ডিস অর্ডার ইনক্রিসেস উইথ দ্যা টাইম....
হলদিয়ার এক প্রান্তে অবস্থিত হলদিয়া এনার্জি লিমিটেড এর পুজো মণ্ডপ দেখে চমকে উঠলাম। এটাই দেখতে তো আসা। এই তো সেই বি - নির্মাণ।সবকিছুর ক্ষয় হয়। যন্ত্র ও মানুষ। কিন্তু সেই শাশ্বত ক্ষয়কে কি বিলম্বিত করতে পারি। হয়তো পারি। 5 এস এর মধ্যে দিয়ে। মণ্ডপের গায়ে একটি দুরন্ত ঘোড়াকে বশে আনার পাঁচ ধাপের ছবি কিংবা একটি মেশিনের পরিণতি কিংবা পলিগ্যামী নিয়ে পোষ্টার বেশ ভাবনার সাথেই মানানসই।
এবার আসি এই ডিস অর্ডার বিষয়ে । সত্যিই ভেঙে যাওয়া শৃঙ্খলা ফিরিয়ে অন যায়। মানুষের শরীরের , মনের অ্যাটম কি বন্ধনহীন হয়ে যায় কালের নিয়মে। যেমন শিথিল হয়ে যায় স্নায়ু। যেমন শিথিল হয়ে গাছ থেকে পেকে পড়ে যায় পাকা ফল
সেও একদিন দুরন্ত সবুজ ছিল। এই যে ডিস অর্ডার তাতেই কি ঘূর্ণী পাকে বিস্মরণ লুকিয়ে আছে। নাহলে এত প্রিয়জন, এত প্রায়োজন যাকে তাকে ভুল করেও মনে পড়েনা কেন?
সাগির চক্রবর্তী একজন ইঞ্জিনিয়ার। তাঁর মস্তিষ্ক প্রসূত এই ভাবনা।
একাধিক মণ্ডপ দেখে ফেরার সময় ভাবছি সত্যি এই কি সেই হলদিয়ার বিশ্বকর্মা পুজোর জৌলুস!
মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেই একই শব্দ ডিসঅর্ডার। সব ভেঙে গেছে। কোনো শৃঙ্খল আর আস্ত নেই বা থাকছেনা। হয়তো এটাই জগতের নিয়ম
নিয়মের বাইরে কি আমরা? প্রশ্ন থাকলো।
No comments