Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বিশ্বকর্মা পুজোর জনসমুদ্র রাত ভোর মন্ডপে মন্ডপে ভিড়

হলদিয়া বিশ্বকর্মা পুজোর জনসমুদ্র রাত ভোর মন্ডপে মন্ডপে ভিড় হলদিয়ায় বিশ্বকর্মা পুজায় জনসমুদ্র। পেট্রকেম, আইওসি রিফাইনারি, ধুনসেরি ইন্দোরামা, এমসিপিআইয়ের মতো শিল্পশহরের নামী কারখানাগুলির গেটে পুজো মণ্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভ…

 


হলদিয়া বিশ্বকর্মা পুজোর জনসমুদ্র রাত ভোর মন্ডপে মন্ডপে ভিড়

 হলদিয়ায় বিশ্বকর্মা পুজায় জনসমুদ্র। পেট্রকেম, আইওসি রিফাইনারি, ধুনসেরি ইন্দোরামা, এমসিপিআইয়ের মতো শিল্পশহরের নামী কারখানাগুলির গেটে পুজো মণ্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। গত দু’দিন আগের দুর্যোগের তাণ্ডব এখন অতীত। এদিন ১৭ ই সেপ্টেম্বর সকাল থেকে রোদ ঝলমলে আকাশ মানুষকে টেনে আনে পুজো প্রাঙ্গণে। রোদের মধ্যেই ছাতা মাথায় মণ্ডপ দেখতে বেরিয়ে পড়েন দর্শনার্থীরা। বিকেল থেকে রাস্তায় টোটো, অটোর দাপটে রীতিমতো শহরে যানজট লেগে যায়। দুপুর থেকেই পরিবারের লোকজনকে টোটো ভাড়া করে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন অনেকেই। 

১৭ ই সেপ্টেম্বর   আইওসি এমপ্লয়িজ বিশ্বকর্মা পুজো কমিটির মণ্ডপে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। ফিতা কেটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর সূচনা করেন সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল। এদিন পুজো উপলক্ষ্যে সামাজিক দায়বদ্ধ প্রকল্পে হলদিয়া পুরসভার হাতে ৬টি জলের ট্যাঙ্ক সহ গাড়ি তুলে দেয় আইওসি রিফাইনারি। এছাড়া স্কুল পড়ুয়াদের ব্যাগ, শ্রমিকদের সুটকেস ও বিশেষ ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেফটি স্যুট দেওয়া হয়। আইওসির এগজিকিউটিভ ডিরেক্টর বলেন, আইওসি কর্তৃপক্ষ এই প্রথম কারখানার ভিতরে কাজের জন্য ৫০ জন মহিলা শ্রমিক নিয়োগ করেছে। গ্রীন হলদিয়া ক্লিন হলদিয়া পরিবেশকে দূষণমুক্ত করতে প্লাস্টিক বর্জনের অভিনব উদ্যোগ নিলেন হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ পূজো মন্ডপ।  ভোগপ্রসাদ খাওয়ার জন্য কয়েক হাজার মাটির মালসায় দেওয়া হবে ভোগ । জানালেন পুজো কমিটির সম্পাদক জন্মেজয় মান্না।

কারখানার ঠিক পাশেই আইওসির ঠিকা শ্রমিকদের বিশাল পুজোর আয়োজন করা হয়েছে। এদিন সকালে ওই পুজোর উদ্বোধন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটির অন্যতম সদস্য শ্রমিক নেতা নুর হোসেন বলেন, এই পুজো আয়োজন করার জন্য শ্রমিকরা স্বতস্ফূর্তভাবে তাঁদের একদিনের মজুরি চাঁদা হিসেবে দেন। প্রায় ১০ লক্ষ টাকা চাঁদা ওঠে। ওই অর্থ সামাজিক কাজে খরচ করা হয়। 

বিশ্বকর্মা পুজোর সময় হলদিয়ার দুর্গাচক ও টাউনশিপে মেলা বসেছে। ওই মেলা দুর্গাপুজো পর্যন্ত থাকবে। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হলদিয়ায় ৮টি বড় পুজোর উদ্বোধন করেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি। দীর্ঘদিন এনিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিও কটাক্ষ করতে ছাড়েনি। এবার টাউনশিপে ভারতীয় মজদুর সঙ্ঘের নতুন অফিসে ঘটা করে বিশ্বকর্মা পুজো হয়েছে। বিএমএসের সর্বভারতীয় নেতা প্রদীপ বিজলি বলেন, পুজো উপলক্ষ্যে হাজারের বেশি মানুষকে খিচুড়ি প্রসাদ বিলি করা হয়েছে। শ্রমিক নেতা ও শিল্প সংস্থাগুলি জানিয়েছে, বিশ্বকর্মা পুজোর সময় হলদিয়ায় মিষ্টি ব্যবসায়ীরা লাভের মুখ দেখেন। কয়েক হাজার শ্রমিক কর্মচারীকে পুজো উপলক্ষ্যে মিষ্টি বিলি করা হয়।

No comments