জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু ১পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া প্রবেশদ্বার জাতীয় সড়ক ব্রজলালচক হাইরোড মোড়ে একটু আগেই বড়তলা বাস স্টপেজে এক ব্যক্তির মৃত্যু হয়। সূত্রে জানা যায় তিনি সারাদিন ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন…
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু ১
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া প্রবেশদ্বার জাতীয় সড়ক ব্রজলালচক হাইরোড মোড়ে একটু আগেই বড়তলা বাস স্টপেজে এক ব্যক্তির মৃত্যু হয়। সূত্রে জানা যায় তিনি সারাদিন ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন। বাড়ি হলদিয়া কুমারপুর গ্রামে নাম শেখ আব্দুস সালাম বয়স ৬৫ সূত্রে জানা যায় রাস্তার ধার থেকে আসছিলেন পিছন দিক থেকে অর্থাৎ হলদিয়া গ্রামী একটি লরি ধাক্কা মেরে পালিয়ে যায়। চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে আসে। তাকে তুলে নিয়ে দুর্গাচক মহকুমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় ভবানীপুর থানার পুলিশের হস্তক্ষেপে যানজটমুক্ত হয়। তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ। হলদিয়া পৌর এলাকার ২১ নম্বর ওয়ার্ডে ভবঘুরে ভিক্ষুকদের জন্য একটি আবাস বাড়ি তৈরি হয়েছিল । কিন্তু আম্ফানের ঘূর্ণিঝড়ে কিছু জিনিস নষ্ট হয়ে যাওয়ার ফলে সেটি বন্ধ হয়ে যায়। ওখান থেকে প্রায় ৩০ জন ভবঘুরেদের তমলুক স্থানান্তরিত করা হয়। তারপর থেকে পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড ভবঘুরেদের আবাস বারি ভুতুড়ে হয়ে পড়ে রয়েছে।।
No comments