Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অদ্রিজ শাড়ি এখন হলদিয়ার গিরিশ মোড়ে

এখন হলদিয়ার গিরিশ মোড়ে অদ্রিজ শাড়ি শোরুম

অদ্রিজ শাড়ি এখন হলদিয়ার গিরিশ মোড়েআর কয়েকদিন পরেই মা দুর্গার আবির্ভাব ঘটবে।  ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত চলবে মায়ের পূজা অর্চনা। দশমীতে বিদায় বেলা সিঁদুর খেলা সকল মায়েরা মেত…

 




 এখন হলদিয়ার গিরিশ মোড়ে অদ্রিজ শাড়ি শোরুম



অদ্রিজ শাড়ি এখন হলদিয়ার গিরিশ মোড়ে

আর কয়েকদিন পরেই মা দুর্গার আবির্ভাব ঘটবে।  ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত চলবে মায়ের পূজা অর্চনা। দশমীতে বিদায় বেলা সিঁদুর খেলা সকল মায়েরা মেতে উঠবেন।

 কে না নিজেকে সাজাতে চায়? অপরূপা করতে এবার হলদিয়াতে অদ্রিজ শাড়ি শোরুম উদ্বোধন রাত কাটলেই ২২ শে সেপ্টেম্বর ২০২৪ রবিবার।

উদ্বোধনের দিন থেকে থাকছে পুজোর অফার। রয়েছে অফুরন্ত স্টক। যা দেখলেই পছন্দ হবেই। কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার দেখতে তো আর বারণ নেই? কেনা কেটায় থাকছে ৩০০১ টাকা থেকে ২০০০১ টাকা পর্যন্ত কেনাকাটার উপরে থাকছে আকর্ষণীয় নিশ্চিত গিফট। তার সাথে ১০% স্পেশাল ডিসকাউন্ট ২২ শে সেপ্টেম্বর থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। তাই দেরি না করেই আজ ই নিজেকে সুন্দরী অপরুপা হয়ে মনের মতো সাজাতে নিজেকে পূজা কটা দিন সকলের মন ভরে দিতে অদ্রিজ শাড়ি পড়তেই হবে।  হলদিয়া গিরিশ মোড়ে শোরুমে থাকছে শাড়ি, কুর্তি ,লেহেঙ্গা এবং  ভিন্ন ডিজাইনের ব্লাউজের নতুন কালেকশন। পূর্ব মেদিনীপুর জেলার সাথে এবারে অদ্রিজ শাড়ি হলদিয়া শিল্প শহর গিরিশ মোড়  বাস স্ট্যান্ড সংলগ্ন শোরুমে। ২২ শে সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হবে হলদিয়ার মানুষের জন্য। থাকছে নিত্য নতুন রংবাহারি এবং গুণগতমান অদ্রীজ শাড়ি বিপুল সম্ভার। বিশেষ সূত্রে জানা যায় আট দিন ধরে চলবে বিশেষ অফার প্রত্যেক কেনাকাটা উপরে থাকছে ১০% ডিসকাউন্ট এছাড়া ৩০০১ টাকা থেকে ২০০০১ টাকা পর্যন্ত কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় গিফট। তাই দেরি না করে গিরিশ মোড় অদ্রিজ শাড়ির শোরুমে চলে আসুন সকলে সপরিবারে।

No comments