নর্দমার ড্রেন থেকে সদ্যোজাত শিশু উদ্ধার গ্রেপ্তার ১পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সংস্কৃতির শহর হলদিয়া। দুর্গাচক থানার অন্তর্গত গত কয়েকদিন আগেই পাতিখালী নর্দমার ড্রেন থেকে উদ্ধার হয় ৩ নবজাতক শিশু। সূত্রে জানা যায় শ্রমিকরা কাজ ছে…
নর্দমার ড্রেন থেকে সদ্যোজাত শিশু উদ্ধার গ্রেপ্তার ১
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সংস্কৃতির শহর হলদিয়া। দুর্গাচক থানার অন্তর্গত গত কয়েকদিন আগেই পাতিখালী নর্দমার ড্রেন থেকে উদ্ধার হয় ৩ নবজাতক শিশু। সূত্রে জানা যায় শ্রমিকরা কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় হঠাৎ দেখতে পায় । তিন শিশু পড়ে রয়েছেন নর্দমার ড্রেনে। তৎক্ষণাৎ খবর দেয় দুর্গাচক থানার পুলিশকে। পুলিশ এসে ময়না তদন্তের জন্য দুর্গাচক মহকুমার হাসপাতালে নিয়ে যায়। তারপর তদন্তে চালায় দুর্গাচক থানার পুলিশ। হলদিয়া অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ সংবাদ মাধ্যমের জানালেন তিন শিশু উদ্ধার হয় কেস ফাইল করা হয়েছে, ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তদন্ত চলছে তবে তদন্তের সুবাদেই সবকিছু এই মুহূর্তে বলা যাবে না।
No comments