সমবায় নির্বাচনে সবুজ ঝড়, ৩৮টি আসনের ৩০টি তে জয় ঘাসফুল শিবিররাসন রামকৃষ্ণ সমবায় সমিতিতে মোট ৩৮ টি আসন রয়েছে। রবিবার সন্ধ্যায় ফল ঘোষণার পরেই কার্যত ধরাশায়ী বিরোধী দলগুলি। ৩০টি আসন ঘাসফুলের দখলে।আরজি কর কাণ্ডের পরে রাজ্য সরকারের …
সমবায় নির্বাচনে সবুজ ঝড়, ৩৮টি আসনের ৩০টি তে জয় ঘাসফুল শিবির
রাসন রামকৃষ্ণ সমবায় সমিতিতে মোট ৩৮ টি আসন রয়েছে। রবিবার সন্ধ্যায় ফল ঘোষণার পরেই কার্যত ধরাশায়ী বিরোধী দলগুলি। ৩০টি আসন ঘাসফুলের দখলে।আরজি কর কাণ্ডের পরে রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা তো বটেই নাগরিক সমাজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে শাসক দল। ঠিক সেই আবহে একটি সমবায় সমিতির নির্বাচনে দেখা গেল সবুজ ঝড়। ৩৮ টি আসনের মধ্যে ৩০ টি আসন জয় করে নিল তৃণমূল কংগ্রেস।
রাসন রামকৃষ্ণ সমবায় সমিতির পরিচালন বোর্ড নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার দেখা গেল।এই সমবায় সমিতিতে মোট ৩৮ টি আসন রয়েছে। মোট ভোটার ৩৮৬৪, প্রার্থী ৮৬ জন, ৬ টি নির্বাচনী ক্ষেত্র। রবিবার সকালে থেকেই কড়া পুলিসি নিরাপত্তায় নির্বাচন শুরু হয়। নির্বাচন শেষ হয় বিকাল ৩ টায়। গণনার পর দেখা যায় ৩০ টি আসন দখল করে তৃণমূল। বিজেপির দখলে ৫ টি, বামেদের দখলে ৩ টি আসন আসে। ফল ঘোষণার পরেই তৃণমূল কর্মীরা সবুজ আবির উড়িয়ে জয় বাংলা স্লোগান দেন। এদিন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ফল ঘোষণার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন,
তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে রয়েছে। লড়াইয়ের ময়দানেও আছে। তা আবার প্রমাণিত হল। তবে বিজেপির রাজ্য কমিটির সদস্য অরূপ দাস জানিয়েছেন, নিশ্চিতভাবে প্রথমবার আমরা এই সমবায় সমিতিতে নির্বাচনে লড়ছি। তাই আমরা এখানে কিছুই ছিলাম না। বরং আমরা বিরোধী হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এলাম। আগামী দিনে দলের পক্ষ থেকে এই হারের পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা অরুপ দাশ। উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহ-সভাপতি সত্য চক্রবর্তী, দলের ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অশোক দাস, ব্লকের কর্মাধ্যক্ষ রশ্মিরেখা কর মহাপাত্র, জেড়থান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি, তরুণ কর মহাপাত্র, বিশ্বজিৎ বেরা, অশোক মাইতি প্রমুখ।
No comments