পাশে থাকছে পুলিশ সারা রাজ্য এখন তোলপাড় আরজিকর কান্ডে সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুলিশের তরফ থেকে পোস্ট করা হলো।আগামী ২৭ অগস্ট UGC-র NET পরীক্ষা রয়েছে, যাতে বহুসংখ্যক ছাত্রছাত্রী অংশ নেবেন। পরীক্ষা চলবে সকাল ৯:৩০ থেকে ১২:৩০, এবং …
পাশে থাকছে পুলিশ
সারা রাজ্য এখন তোলপাড় আরজিকর কান্ডে সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুলিশের তরফ থেকে পোস্ট করা হলো।
আগামী ২৭ অগস্ট UGC-র NET পরীক্ষা রয়েছে, যাতে বহুসংখ্যক ছাত্রছাত্রী অংশ নেবেন। পরীক্ষা চলবে সকাল ৯:৩০ থেকে ১২:৩০, এবং বিকেল ৩ টে থেকে ৬ টা। ঘটনাচক্রে, 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামক একটি গোষ্ঠী ওই ২৭ তারিখই 'নবান্ন'অভিযান'-এর ডাক দিয়েছে। আমাদের আশঙ্কা, এই কর্মসূচির কারণে অসংখ্য NET পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধেয় পড়বেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে। কোনওরকম অসুবিধেয় পড়লে পুলিশের সাহায্য নিন। আমরা নিশ্চিত করব, যাতে পরীক্ষার্থীরা নিরাপদে এবং নির্বিঘ্নে নিজের নিজের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন।
Numerous candidates are scheduled to write the UGC-NET exam scheduled for August 27, from 9.30 am-12.30 pm and again from 3.00-6.00 pm. Coincidentally, an organisation calling itself ‘Paschimbanga Chhatro Samaj’ has called for a ‘Nabanna Abhiyan’ on the same day. As a result, we apprehend that candidates may face challenges reaching their examination centres. On August 27, there will be adequate police presence on the road for the convenience of all UGC-NET candidates. In case of any emergency, candidates are requested to feel free to seek help from the nearest policeman they come across. We will ensure that the candidates reach their respective examination centres timely and safely.
No comments