২৮ তম বর্ষে এইচপিএল কন্ট্রাক্টরস অ্যান্ড ওয়ার্কার্স বিশ্বকর্মা পূজা কমিটিশিল্প শহর হলদিয়ার বিশ্বকর্মা পুজো মানেই সারা রাজ্যের মানুষের একটা আবেগ জড়িয়ে থাকে হলদিয়া শিল্প শহরের আসার জন্য। কয়েকদিন বৃষ্টির জন্য অনেকটাই মন্ডপ সা…
২৮ তম বর্ষে এইচপিএল কন্ট্রাক্টরস অ্যান্ড ওয়ার্কার্স বিশ্বকর্মা পূজা কমিটি
শিল্প শহর হলদিয়ার বিশ্বকর্মা পুজো মানেই সারা রাজ্যের মানুষের একটা আবেগ জড়িয়ে থাকে হলদিয়া শিল্প শহরের আসার জন্য। কয়েকদিন বৃষ্টির জন্য অনেকটাই মন্ডপ সাজাতে সময় লাগছে তা সত্ত্বেও এইচ পি এল কন্ট্রাক্টরস অ্যান্ড ওয়ার্কার্স বিশ্বকর্মা পূজা কমিটি তাদের ২৮ তম বর্ষে পদার্পণ করেছে। আজ সোমবার ১৬ ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই মন্ডপ এবং প্রতিমার উদঘাটন অনুষ্ঠিত হবে উপস্থিত থাকবেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত ভট্টাচার্য এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর এছাড়াও আইএনটিটিইউসি সম্পাদক শঙ্কর দন্ডপাঠ থাকবেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সংসদীয় আইএনটিটিউইসি সভাপতি চন্দন দে( মানা) পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডল, তমলুক সংসদীয় আইএনটিটিইউসি সহ-সভাপতি আস্তিক চ্যাটার্জী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্ল্যান হেড সঞ্জয় ভট্টাচার্য ,এছাড়াও উপস্থিত থাকবেন। থাকবেন সহ-সভাপতি হলদিয়া এইচ পি এল প্ল্যান হেড সুন্দর গোপাল হাজরা, থাকবেন ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রিসোর্স এন্ড এডমিনিস্ট্রেশন অরুনাভ মিত্র। হলদিয়া পেট্রো কেমিক্যালস ভাইস প্রেসিডেন্ট এন্ড এ হেড ইঞ্জিনিয়ারিং বিভাগ সঞ্জীব চৌধুরী উপস্থিত থাকবেন চিপ জেনারেল ম্যানেজার মেডিকেল চয়ন মন্ডল, সিনিয়র জেনারেল ম্যানেজার হেড এইচ এস ই এফ পারভীন জৈন।
থাকবেন জয়জ্যোতি ধর (সিনিয়র জেনারেল ম্যানেজার ইলেকট্রিক্যাল) মিঃ পৃথ্বী মানস মিত্র (সিনিয়র জেনারেল ম্যানেজার, প্ল্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এইচপিএল)
জনাব অশ্বনী কুমার নাগপাল (জেনারেল ম্যানেজার, লজিস্টিকস) জনাব মোহাম্মদ তানভীর আলম (জেনারেল ম্যানেজার ম্যানুফ্যাকচারিং) সুরজিত ভট্টাচার্য (জেনারেল ম্যানেজার, লজিস্টিকস) তুষার মজুমদার(জেনারেল ম্যানেজার, প্ল্যান্ট হিউম্যান রিসোর্স) সমীরন সরকার (জেনারেল ম্যানেজার, উদ্ভিদ প্রশাসন)মিঃ হিমাদ্রি ব্যানার্জী (ডেপুটি জেনারেল ম্যানেজার, উদ্ভিদ মানবসম্পদ)বিবাস রায় চৌধুরী (চিপ ম্যানেজার প্লান্ট এডমিস্টেটর) সুব্রত সরকার (সিনিয়র ম্যানেজার, প্ল্যান্ট হিউম্যান রিসোর্স)সিদ্ধার্থ নাথ (প্ল্যান্ট ম্যানেজার স্টেগ, এনার্জি সার্ভিস সিপিপি)ইয়াল্লা শ্রীনিবাস রাও আরসিএম (আকাশ গঙ্গা II প্রাইভেট লিমিটেড)
।
No comments