আর জি কর কাণ্ডে; তিলোত্তমার বিচার চেয়ে শিল্পশহর হলদিয়াতে সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিছিল !
দেখতে দেখতে প্রায় একটি মাস অতিক্রান্ত হয়েছে সারা দেশ তিলোওমার বিচারের জন্য এখনো উত্তাল আন্দোলন সংগ্রাম সংঘটিত…
আর জি কর কাণ্ডে; তিলোত্তমার বিচার চেয়ে শিল্পশহর হলদিয়াতে সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিছিল !
দেখতে দেখতে প্রায় একটি মাস অতিক্রান্ত হয়েছে সারা দেশ তিলোওমার বিচারের জন্য এখনো উত্তাল আন্দোলন সংগ্রাম সংঘটিত হচ্ছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/xXVV1nP6uA4
যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের নিয়ে আলোচনা জন্য আহ্বান করছেন কিন্তু জুনিয়র ডাক্তারদের কয়েকটি শর্তে জন্য বারে বারে আলোচনা সভা ভেস্তে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তিলোত্তমা বিচারের জন্য দাবি করে যাচ্ছেন। শিল্পশহর হলদিয়া সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মিছিল সংঘটিত হয়। উপস্থিত ছিলেন ডিএভি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ওই এলাকার বিশিষ্ট শুভানুধ্যায়ী মানুষজন। বক্তব্য রাখেন ডিএভি পাবলিক স্কুল শিক্ষক রাজীব বিশ্বাস ছিলেন ডিএভি পাবলিক স্কুল হলদিয়া শিক্ষক অজয় বাসু উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও শিক্ষক সোমক করণ প্রমূখ। শিল্প শহর হলদিয়া টাউনশিপ বিভিন্ন এলাকা ঘুরে স্কুলের সামনেই তাদের মিছিল সমাপ্ত হয়। কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিকে উপেক্ষা করে তাদের এই প্রতিবাদ মিছিল তিলোত্তমার বিচার চাই।
No comments