লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় আপন দুইভাই নিহত, আহত অন্তত ৫ জন
সৈয়দ খায়রুল আলম, নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের আইয়ুবের মোড়ে প্রতিপক্ষের হামলায় আপন দুইভাই নিহত এবং অপর ভাই ইরান মারাত্মক ভাবে জখম…
লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় আপন দুইভাই নিহত, আহত অন্তত ৫ জন
সৈয়দ খায়রুল আলম, নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের আইয়ুবের মোড়ে প্রতিপক্ষের হামলায় আপন দুইভাই নিহত এবং অপর ভাই ইরান মারাত্মক ভাবে জখম হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০) নামে আপন দুইভাই কোপের আঘাতে আহত হলে হসপিটালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। অপর ভাই ইরান শেখ মারাত্মক জখম অবস্থায় তাৎক্ষণিক ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।নিহত মিরান শেখ ও জিয়াউর শেখ লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে আহত ইরান শেখ এদের আপন ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু গ্রুপের মধ্যে (মাহমুদ গ্রুপ ও ফেরদৌস গ্রুপের) সাথে বিরোধ চলে আসছিল। গতরাতে প্রশাসনের সহযোগিতায় মিমাংসা হলেও আজ বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ মাঠের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্য দক্ষিণপাড়ায় হুজুরের দোকানের সামনে পৌছালে পূর্ব বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের আরো ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন। অনান্য আহতদের ঢাকায় পাঠানো হয়।
দুজন নিহতের পর অন্য গ্রুপের কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে প্রতিপক্ষ দাবি করেছেন।
মাহমুদ এর ভাই-এর বাড়িতে আগুন জ্বালিয়ে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগড়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, সহকারী কমিশনার ভুমি মিঠুন মৈত্র, জেলা পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় সেনাবাহিনী ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
No comments