হলদিয়া কালার ভ্যালি আর্ট স্কুলের বাৎসরিক অংকন প্রতিযোগিতা
আন্তর্জাতিক বিশ্ব সাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর সেই উপলক্ষে জেলা জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি। শিল্পশহর হলদিয়া টাউনশিপ মাখন বাবুর বাজার সংলগ্ন হলদিয়া বন্দর বিএমএস ইউনিয়ন অফ…
হলদিয়া কালার ভ্যালি আর্ট স্কুলের বাৎসরিক অংকন প্রতিযোগিতা
আন্তর্জাতিক বিশ্ব সাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর সেই উপলক্ষে জেলা জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি। শিল্পশহর হলদিয়া টাউনশিপ মাখন বাবুর বাজার সংলগ্ন হলদিয়া বন্দর বিএমএস ইউনিয়ন অফিসে ওই এলাকার কচিকাঁচাদের নিয়ে চলল সারাদিনের অংকন প্রতিযোগিতা। বিশ্ব উষ্ণায়ন, শিল্প শহরের দূষণ, পরিবেশগত পরিকাঠামোর উপর হলদিয়া টাউনশিপ কালার ভ্যালি আর্ট স্কুলে উদ্যোগে বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতা। অংকন প্রতিযোগিতার সফল ছাত্র-ছাত্রীদের এবং কালার ভ্যালি আর্ট স্কুলের শিক্ষকদের উষ্ণ সম্বর্ধনা জ্ঞাপন করেন বিএমএস ইউনিয়ন রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। তিনি বলেন বিশ্ব উষ্ণায়ন ফলে কখনো রোদ কখনো বৃষ্টি তার জন্যই গাছ লাগাতে হবে, হলদিয়া শিল্প শহরে বায়ু দূষণ বেড়ে যাওয়ায় ছোট ছোট ছেলে মেয়েরা শ্বাসকষ্টে ভোগে তার জন্যই গাছ লাগানোর বার্তা দিলেন সকল উপস্থিত ছাত্র-ছাত্রীদের। প্রদীপবাবু আরো বলেন কোন অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সোশ্যাল ওয়ার্ক মেডিকেল ক্যাম্প রক্তদান শিবির এছাড়া যে কোনো শিক্ষণীয় অনুষ্ঠানের জন্য এই অফিসটিতে আমরা ফ্রিতে ব্যবহার করতে দেব আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি।
No comments