নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে মাতঙ্গিনী হাজরার আত্ম বলিদান দিবসে রক্তদান শিবির ৪২ এর ২৯শে সেপ্টেম্বর শহীদ মাতঙ্গিনী হাজরার আত্ম বলিদান দিবসের স্মরণে রক্তদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানালো নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিশহীদ ম…
নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে মাতঙ্গিনী হাজরার আত্ম বলিদান দিবসে রক্তদান শিবির
৪২ এর ২৯শে সেপ্টেম্বর শহীদ মাতঙ্গিনী হাজরার আত্ম বলিদান দিবসের স্মরণে রক্তদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানালো নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি
শহীদ মাতঙ্গিনী হাজরার আত্ম বলিদান দিবস, রক্তে রাঙ্গানো ৪২ এর ২৯ সেপ্টেম্বর। স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক এই দিনটি শ্রদ্ধার সঙ্গে রক্তদানের মধ্যে দিয়ে স্মরণ করে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি। শঙ্খধ্বনির মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী উন্নয়ন সমিতির সভাপতি চিত্তরঞ্জন সামন্ত। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সরোজ মাইতি, হরিপদ মাইতি, সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত, দেবশ্রী ত্রিপাঠী, বৈশাখী পাত্র মাইতি সহ প্রায় পাঁচ শতাধিক হোম আবাসিক ও সাধারণ মানুষ । শহীদ স্মরণ অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ৪৮ জন রক্তদাতা রক্ত দান করেন, মহিলা ছিল ৩৮ জন। অনুষ্ঠানে ২৯ শে সেপ্টেম্বর থানা দখলের ঘটনা তার বক্তব্যে তুলে ধরেন । দেশ গঠনের কাজে সাহসিকতার সঙ্গে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সারা দেশ জুড়ে যে অন্যায়, অত্যাচার, বঞ্চনা, দূর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তবেই সার্থক হবে সেদিনে রক্ত ঝরানোর ইতিহাস। অনুষ্ঠানে আবাসিকরা ১৯৪২ এর প্রাসঙ্গিক সংগীত ও নৃত্য আলেক্ষ্য পরিবেশন করেন।
সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত জানান, 'গত ২৪ বছর ধরে আমরা এই দিনটি বীরাঙ্গনা দিবস হিসেবে পালন করে আসছি। এবছরও করা হল। উদ্দেশ্য একটাই - ছাত্র ও যুব সমাজকে ১৯৪২ এর ২৯ শে সেপ্টেম্বরের কথা জানানো। তাদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলা। সেই সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অমর শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা।
No comments