ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বন্যার দুর্গত এলাকায় মানুষদের ত্রাণ তুলে দিলেন
ঝাড়গ্রাম ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের বহু কৃতি ছাত্র হলদিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় কৃতিত্বের…
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বন্যার দুর্গত এলাকায় মানুষদের ত্রাণ তুলে দিলেন
ঝাড়গ্রাম ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের বহু কৃতি ছাত্র হলদিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় কৃতিত্বের সঙ্গে চাকরি করছেন। তার সংখ্যা প্রায় ৭০। তাঁরা আজ নিজেদের দেওয়া অর্থে পাঁশকুড়ার বন্যা দুর্গত প্রত্যন্ত আদিবাসী এলাকায় গিয়ে ১২০টি পরিবারের মানুষের হাতে ত্রাণ তুলে দেন। তাঁদের সহযোগিতায় রয়েছে হলদিয়া ইন্ডিয়ানঅয়েল এমপ্লয়িজ কনজুমার্স কো-অপারেটিভ স্টোর্স লিমিটেড। পাঁশকুড়ার মানুর মাইতি পোতা, মানুর দীঘিপাড়া, ধনঞ্জয়পুর বাড়েডিহি, সাঁইত্য, মুসলিম পল্লী প্রভৃতি গ্রামে গিয়ে অসহায় মানুষের হাতে চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া, আলু, পেঁয়াজ, জল ইত্যাদি খাদ্য সামগ্রী, স্যানিটাইজার, মোমবাতি, দেশলাই, ত্রিপল, নতুন ও পুরনো জামা-কাপড় ইত্যাদি তুলে দেন। ঝাড়গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের হলদিয়া শাখার সহ-সভাপতি হলদিয়া বন্দরের আধিকারিক সুবলকুমার হাঁসদা ও হলদিয়া ইন্ডিয়ানঅয়েল এমপ্লয়িজ কনজিউমার্স কো-অপারেটিভ-এর সম্পাদক জন্মেঞ্জয় মান্নার নেতৃত্বে এই মহতী কাজ করা হয়। সহযোগী হিসেবে ছিলেন - মানসকুমার মন্ডল, দেবাশীষ জানা, দীপেন্দু প্রধান, হরিসাধন সেনাপতি, ঝাড়গ্রাম অ্যালামনি সেক্রেটারি বিটন দাশ, রাজেশ দীক্ষিত প্রমুখ।
জন্মেঞ্জয়বাবু এই ত্রাণ সামগ্রী প্রদানের জন্য যাঁরা আর্থিক বা বিভিন্নভাবে দ্রব্যাদি দিয়ে নেপথ্য থেকে সহযোগিতা করেছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
No comments