নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত হলো মেধা অন্বেষণ অভীক্ষা!রবিবার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সারা রাজ্য ব্যাপী নিখিল বঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষা আয়োজিত হল। সারা রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি পূর্ব…
নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত হলো মেধা অন্বেষণ অভীক্ষা!
রবিবার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সারা রাজ্য ব্যাপী নিখিল বঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষা আয়োজিত হল। সারা রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার এগরা পশ্চিম চক্রের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে নেগুয়া এবং চোরপালিয়া দু'টি হাইস্কুলে মেধা অন্বেষন অভীক্ষা অনুষ্ঠিত হলো। জানা গিয়েছে, এদিন এলাকার ৬৮০ জন পড়ুয়া এই অভীক্ষায় অংশগ্রহণ করে।
প্রবল প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও এই পরীক্ষা সফল ভাবেই সমাপ্ত হয়। সূত্রের খবর, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এগরা পশ্চিম চক্রের মোট ৪৮ টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। মূলত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনীর পড়ুয়ারা এই প্রতিযোগীতা মূলক পরীক্ষা দিয়েছেন। সংগঠনের সম্পাদক মানস ওঝা জানিয়েছেন, আমাদের এখানে এগরা মহকুমার সর্ববৃহৎ পরীক্ষা সেন্টার করা হয়েছিল। একপ্রকার উৎসবের আকার নিয়েছে এই অভীক্ষা। সারা রাজ্যের পাশাপাশি এগরা পশ্চিম চক্রেও নির্বিঘ্নে পরীক্ষা সমাপ্ত হয়েছে। আমরা আগামী দিনে এই মেধা অন্বেষণকে ঘিরে আরও অন্যান্য পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি এই পরীক্ষার সফল পড়ুয়াদের পুরস্কারও তুলে দেওয়া হবে। উপস্থিত ছিলেন জুমকি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সঞ্জীব কুমার প্রধান, বিশিষ্ট সমাজসেবী যাদব চন্দ্র বর, সেন্টার ইন-চার্জ চন্দন কুমার বেরা প্রমুখ।
No comments