অদ্রিজ শাড়ি শোরুম এখন হলদিয়ার গিরিশ মোড়ে আনুষ্ঠানিক ফিতা কেটে অদ্রিজ শাড়ির শোরুমের উদ্বোধন !
অদ্রিজ শাড়ি এখন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার গিরিশ মোড়ে।আর কয়েকদিন পরেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষে মহালয়া থেকে শুরু হবে …
অদ্রিজ শাড়ি শোরুম এখন হলদিয়ার গিরিশ মোড়ে আনুষ্ঠানিক ফিতা কেটে অদ্রিজ শাড়ির শোরুমের উদ্বোধন !
অদ্রিজ শাড়ি এখন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার গিরিশ মোড়ে।আর কয়েকদিন পরেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষে মহালয়া থেকে শুরু হবে মা দুর্গার আবির্ভাব । ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত চলবে মায়ের পূজা অর্চনা। দশমীতে বিদায় বেলা সিঁদুর খেলা সকল মায়েরা মেতে উঠবেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/0Q_HWa26BDQ
কে না নিজেকে সাজাতে চায়? অপরূপা করতে এবার হলদিয়াতে অদ্রিজ শাড়ি শোরুম উদ্বোধন হল ২২ শে সেপ্টেম্বর ২০২৪ রবিবার। উদ্বোধনের দিন থেকে থাকছে পুজোর বিশেষ অফার। রয়েছে অফুরন্ত স্টক। যা দেখলেই পছন্দ হবেই। কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার দেখতে তো আর বারণ নেই? কেনা কেটায় থাকছে ৩০০১ টাকা থেকে ২০০০১ টাকা পর্যন্ত কেনাকাটার উপরে থাকছে আকর্ষণীয় নিশ্চিত গিফট। তার সাথে ১০% স্পেশাল ডিসকাউন্ট ২২ শে সেপ্টেম্বর থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। তাই দেরি না করেই আজ ই নিজেকে সুন্দরী অপরুপা হয়ে মনের মতো সাজাতে নিজেকে পূজা কটা দিন সকলের মন ভরে দিতে অদ্রিজ শাড়ি পড়তেই হবে। জানালেন অদ্রিজ শাড়ি হলদিয়া কর্ণধার রঞ্জন বেরা। তিনি বলেন হলদিয়া গিরিশ মোড়ে শোরুমে থাকছে শাড়ি, কুর্তি ,লেহেঙ্গা এবং ভিন্ন ডিজাইনের ব্লাউজের নতুন কালেকশন। কলিকাতার পর এবারে অদ্রিজ শাড়ি হলদিয়া শিল্প শহর গিরিশ মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন শোরুমে। উদ্বোধনের দিন প্রথম ক্রেতাকে উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।
No comments