কেক কেটে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ঈশানী জন্মদিন পালন দেখতে দেখতে ৫ ম বৎসর অতিক্রান্ত হয়ে ৬ বছরে পদার্পণ করল পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ডিঃঘাসিপুর ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডে ঈশানী সামন্ত । পিতা সান্তনু সামন্ত মাতা ইন্দ্রান…
কেক কেটে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ঈশানী জন্মদিন পালন
দেখতে দেখতে ৫ ম বৎসর অতিক্রান্ত হয়ে ৬ বছরে পদার্পণ করল পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ডিঃঘাসিপুর ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডে ঈশানী সামন্ত । পিতা সান্তনু সামন্ত মাতা ইন্দ্রানী সামন্ত। জন্মদিন কে কেন্দ্র করে আত্মীয় পরিজন পাড়ার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এলেন, কেক কেটে সকলের আশীর্বাদ নিলেন ঈশানি।
মাঙ্গলিক ধান, দুর্ব্বা, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ইন্দ্রানী তার কন্যা ঈশানিকে আশীর্বাদ করলেন। জন্মদিনে আত্মীয়-স্বজন পাড়ার সকলেই তার জন্মদিনের আশীর্বাদ করলেন। সকলের আশীর্বাদ দোয়া প্রার্থনায় ঈশানী শতায়ু হোক ।
No comments