নিরাপত্তা অনুশীলন সাগর কবজ দুই দিনের মহড়া শেষ হল
দু'দিন ধরে ভারতীয় তটরক্ষী বাহিনীর উদ্যোগে পশ্চিমবঙ্গ ও ওড়িশা জলপথে ১৫৮ কিমি জুড়ে হল মহড়া। যার নাম 'সাগর কবচ'। এই কর্মকাণ্ডের 'নার্ভ সেন্টার' বা প্রাণকেন্দ্র ছ…
নিরাপত্তা অনুশীলন সাগর কবজ দুই দিনের মহড়া শেষ হল
দু'দিন ধরে ভারতীয় তটরক্ষী বাহিনীর উদ্যোগে পশ্চিমবঙ্গ ও ওড়িশা জলপথে ১৫৮ কিমি জুড়ে হল মহড়া। যার নাম 'সাগর কবচ'। এই কর্মকাণ্ডের 'নার্ভ সেন্টার' বা প্রাণকেন্দ্র ছিল তটরক্ষী বাহিনীর হলদিয়ার 'ডিসট্রিক্ট হেড কোয়ার্টার নম্বর ৮'। তটরক্ষী বাহীনির তরফে জানানো হয়, ২৫ এবং ২৬ সেপটম্বর মহড়া হয়েছে। জলপথে ও আকাশপথেও নজরদারি ছিল। জলপথে নাশকতা ঠেকাতে, স্মাগলিং রুখতে এই বিশেষ মহড়া। মহড়ায় ভারতীয় নৌ বাহিনী, সিআইএসএফ থেকে শুরু করে একাধিক সুরক্ষা সংস্থা যুক্ত ছিল। ১৫৮ কিমি এই জলপথে ৩ লক্ষ ৩০ হাজার মৎস্যজীবী ও ১৬০০০ মাছ ধরার নৌকাকে এই কবচের আওতায় আনা হয়েছে।
No comments