Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্বকর্মা পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে শাড়ি মশারি স্কুল ব্যাগ বিতরণ

বিশ্বকর্মা পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে শাড়ি মশারি স্কুল ব্যাগ বিতরণ
হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন কলকারখানায় INTTUC ট্রেড ইউনিয়নের এর আয়োজনে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজো উপলক্ষে বিভিন্ন সামাজিক কার্যকলাপ শাড়ি,মশাড়ি, স্কুল ব্যাগ…

 

বিশ্বকর্মা পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে শাড়ি মশারি স্কুল ব্যাগ বিতরণ


হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন কলকারখানায় INTTUC ট্রেড ইউনিয়নের এর আয়োজনে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজো উপলক্ষে বিভিন্ন সামাজিক কার্যকলাপ শাড়ি,মশাড়ি, স্কুল ব্যাগ বিতরণ ও হুগলি মেট্কো কোম্পানিতে কর্মরত ৫ জন মৃত শ্রমিকের পরিবারকে ১ লক্ষ টাকা করে প্রদান ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি সম্মানীয় সেক আজগর আলী (পল্টু)মহোদয়।

উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার INTTUC সভাপতি সম্মানীয় চন্দন দে মানা মহোদয়।

এছাড়া ও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার INTTUC জেলা কমিটির নেতৃত্ব বৃন্দগণ।


১. IOC মেন্টেনেন্স কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন

২. আদানি উইলমার কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন (ইউনিট -১) 

৩. আদানি উইলমার কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন অফিসে (ইউনিট -২)

৪. গোকুল এগ্রো রিসোর্স কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন

৫. হুগলি মেট্কো HMCPCL কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টর ওয়ার্কার বিশ্বকর্মা কমিটি

৬. BPCL কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন

৭. IPCL কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়ন

No comments