Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চলমান মোটরবাইকে আগুন

চলমান মোটরবাইকে আগুন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া টাউনশিপে মোড়ে আগুন। জানা যায় এক যুবক টাউনশিপ মাখান বাবুর বাজারে দিকে আসেন প্রথমে গাড়ি থেকে ধোঁয়া বেরোয় ধোঁয়া দেখেই আতঙ্কে দাঁড়িয়ে পড়ে তারপরেই দাউ দাউ করে আগুন ধরে উঠে । …

 




চলমান মোটরবাইকে আগুন 

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া টাউনশিপে মোড়ে আগুন। জানা যায় এক যুবক টাউনশিপ মাখান বাবুর বাজারে দিকে আসেন প্রথমে গাড়ি থেকে ধোঁয়া বেরোয় ধোঁয়া দেখেই আতঙ্কে দাঁড়িয়ে পড়ে তারপরেই দাউ দাউ করে আগুন ধরে উঠে । এলাকার মানুষজন দোকানদাররা জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যদিও স্থানীয় দমকল দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। হলদিয়া থানা পুলিশ এবং হলদিয়া দমকলের ইঞ্জিন আসার আগেই  আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্রে জানা যায়, কুকড়াহাটির বাসিন্দা সোলেমান খান ,গাড়ির নম্বর WB 30A 8931কর্মসূত্রে হলদিয়া এসেছিল পেশায় জেসিবি চালক । হঠৎই রাস্তার মধ্যে বাইকে দাও দাও করে আগুন লেগে যায়।। গাড়িচালক প্রাণে বাঁচার জন্য ছুটে চলে যায়।শেখ নাসির উদ্দিন জানান, অতি সক্রিয়ভাবে সাহসিকতার সঙ্গে এই আগুন নিভাতে এগিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দা আইয়ুব খান, দীপঙ্কর দাস, জাহাঙ্গীর খান, হাবিবুল্লা খান ও অন্যান্য স্থানীয়রা। তার না এগিয়ে এলে হয়তো বড় বিস্ফোরক দুর্ঘটনা হতে পারত,, সেই দুর্ঘটনা থেকে হয়তো বাঁচা গিয়েছে।। বিশেষত আইয়ুব খানের সাহসিকতার তুলনাই হয় না। 


No comments