হাসিনা যেতেই গণভবনে লুটপাট
ঢাকা: সমুদ্র নীলরঙা মখমল চাদর পাতা সুসজ্জিত কিং সাইজ বিছানা। মাথার দিকে গদি আঁটা। তাতে হেলান দিয়ে রাজসিক ভঙ্গিতে আধশোয়া এক যুবক। পরনে টি শার্ট, জিনস। পায়ে সাদা স্পোর্টস শ্যু। কপালের ফেট্টিতে বাংলাদেশের প…
হাসিনা যেতেই গণভবনে লুটপাট
ঢাকা: সমুদ্র নীলরঙা মখমল চাদর পাতা সুসজ্জিত কিং সাইজ বিছানা। মাথার দিকে গদি আঁটা। তাতে হেলান দিয়ে রাজসিক ভঙ্গিতে আধশোয়া এক যুবক। পরনে টি শার্ট, জিনস। পায়ে সাদা স্পোর্টস শ্যু। কপালের ফেট্টিতে বাংলাদেশের পতাকা। গলার শির ফুলিয়ে দু’হাত তুলে চিৎকার করে বলছেন, ‘গণভবন’ এখন তাঁদের দখলে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে এক যুবক লেখেন, ‘হাসিনার রুমে’।
প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বোনকে নিয়ে গণভবন ছাড়েন শেখ হাসিনা। ঘণ্টাখানেকের মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দখল নেয় হাজারে হাজারে মানুষ। অন্দরমহল থেকে বাড়ির বাগান—সর্বত্রই উপচে পড়ে বিক্ষোভকারীদের ভিড়। অনেকে রিক্সা নিয়ে হাজির হন হাসিনার বাসভবনে। সেখানকার সব ঘরের তালা ভেঙে দেয় আন্দোলনকারীরা। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, গণভবনের রান্নাঘরের টেবিলে রাখা হয়েছে ভাত, মুরগীর মাংস, স্যালাড। সেই খাবার দিয়ে ভূরিভোজ সারছে কয়েকজন আন্দোলনকারী। যা মনে পড়িয়ে দিয়েছে মাত্র কয়েক বছর আগে উত্তাল শ্রীলঙ্কার কথা।
চলে দেদার লুটপাটও। ফ্রেমবন্দি ছবি, চায়ের কাপ, টিভি সেটের পাশাপাশি লেপ, তোষক, বিছানার চাদর নিয়ে চম্পট দেয় অনেকে। নিজের পোশাকের উপরে শাড়ি জড়িয়ে হাঁটা দেয় এক যুবক। তার হাতের ডাস্টবিনে বোঝাই আরও বেশ কয়েকটি শাড়ি। মহার্ঘ ডিওরের একটি ট্রলি ব্যাগ হাতে যুদ্ধজয়ের হাসি মুখে বেরিয়ে আসতে দেখা যায় এক মহিলাকে। সংস্থার সাইট বলছে, ব্যাগটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। বাদ যায়নি বাগানে চড়ে বেড়ানো ছাগল, খরগোশ বা রাজহাঁসও। পুকুর থেকে ধরা মাছ হাতে তুলে ধরে বেরিয়ে আসতে দেখা যায় এক আন্দোলনকারীকে। উৎসাহী বিক্ষোভকারীদের ভিড়ে ওয়াটার পার্কের চেহারা নেয় সুইমিং পুল। এক আন্দোলনকারীর কথায়, ‘ফিস্ট চলছে’।
No comments