অতিরিক্ত ট্রেন চালানোর দাবি
তারকেশ্বরে জল ঢালতে যাওয়া পূন্যার্থীদের সুবিধার্থে প্যাসেঞ্জার এসোসিয়েশনের দাবি মেনে আজ ৫ ই আগস্ট হলদিয়া থেকে পাঁশকুড়া পর্যন্ত চলল অতিরিক্ত স্পেশাল লোকাল ট্রেন। এই লোকালটি পাঁশকুড়া থেকে ভোর চারটা ব…
অতিরিক্ত ট্রেন চালানোর দাবি
তারকেশ্বরে জল ঢালতে যাওয়া পূন্যার্থীদের সুবিধার্থে প্যাসেঞ্জার এসোসিয়েশনের দাবি মেনে আজ ৫ ই আগস্ট হলদিয়া থেকে পাঁশকুড়া পর্যন্ত চলল অতিরিক্ত স্পেশাল লোকাল ট্রেন। এই লোকালটি পাঁশকুড়া থেকে ভোর চারটা বেজে 15 মিনিটে ছেড়ে হলদিয়া পৌঁছেছিল পাঁচটা বেজে ৪৫ মিনিটে এবং হলদিয়া থেকে সকাল ছটা বেজে ৩০ মিনিটে ছেড়ে সেটি আবার পাঁশকুড়া পৌঁছেছে সকাল আটটায়।। এরকম আগামী দুইটি রবিবার একইভাবে এই ট্রেনটি চলবে। আজ হলদিয়া থেকে হাওড়া প্রথম লোকালটিতে ভালই ভিড় ছিল এবং বেশ কিছু যাত্রী স্পেশাল লোকাল ট্রেনটিতে আজ যাতায়াত করেছে এবং তারা খুশি রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে। আগামী বছরগুলিতেও যাহাতে এই ধরনের স্পেশাল ট্রেন চালানো হয় শ্রাবণ মাসের রবিবার গুলোতে সেই বিষয়ে যাত্রীরা রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন। প্যাসেঞ্জার এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা রেল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের দাবি গুরুত্ব সহকারি বিবেচনা করার জন্য।
No comments