Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প তালুকের দুঃসাহসিক ডাকাতি

শিল্প তালুকের দুঃসাহসিক ডাকাতিসারাজেলা জুড়ে রয়েছে সিসি ক্যামেরা পুলিশের নজরদারি সবকিছুকে এড়িয়েই ভোর রাত্রে ডাকাতি করে পালিয়ে গেল। তদন্তে নেমেছে পুলিশ।ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/o1BwKWfiTDE
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদনী…

 


শিল্প তালুকের দুঃসাহসিক ডাকাতি

সারাজেলা জুড়ে রয়েছে সিসি ক্যামেরা পুলিশের নজরদারি সবকিছুকে এড়িয়েই ভোর রাত্রে ডাকাতি করে পালিয়ে গেল। তদন্তে নেমেছে পুলিশ।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/o1BwKWfiTDE


ঘটনাটি ঘটেছে পূর্ব মেদনীপুর জেলার হলদিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে। দীর্ঘদিন পর হলদিয়ায় দুঃসাহসিক ডাকাতি? তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি । মূল দরজার তালা ভেঙে ও  পর পর ৪টি তালা ভেঙে  সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায়দণ্ডপাঠের বাড়িতে রাত্রি তিনটায় ঢুকে একদল ডাকাত । হলদিয়া  গভমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে জনবহুল এলাকা  । ঐ ওয়ার্ডের জনপ্রতিনিধির বাড়িতে  গভীর রাতে দু'ঘণ্টা ধরে অপারেশন চালায় একদল ডাকাত । ডাকাতরা তালা ভেঙে বাড়িতে ঢুকে , বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে। ডাকাতরা জল নিয়ে এসে খাওয়ায় ।সমস্ত আলমারি উলটপালট করে বাড়িতে থাকা গয়নাগাটি এবং টাকা-পয়সা নিয়ে চম্পট দেয় । এতগুলো তালা ভেঙে ঢুকে  বেডরুমে পৌঁছায় । কিন্তু কেউ ভুনাক্ষরে করে টের পেল না ।তিনতলা বাড়ির নিচের তলায় ভাড়াটিয়া থাকে ।ডাকাতরা প্রথমে তার ঘরেতে আক্রমণ করে।এরপর সিঁড়িতে তিনটে তালা ভেঙে দোতলার ছাদে এবং তিন তালার ছাদে পৌঁছায় । ডাকাত দলে দশ থেকে বারো জন ছিল এবং তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা,  আগ্নেয় অস্ত্রশস্ত্র  ছিল বলে জানায় চুরি হয়ে যাওয়া দম্পতি । দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত নেমেছে । এলাকার মানুষের দাবি শিল্প শহরে পুলিশের তরফ থেকে লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা। বাজার এবং লোকালয়ে রয়েছে সিসি ক্যামেরা ওই সিসি ক্যামেরা গুলোকে পরীক্ষা করলেই জানা যাবে কোথা থেকে এসেছে কোন দিকে গেল ডাকাতের দল। রাতে প্রত্যেকটি বাজার এলাকায় থাকেন সিভিক ভলেন্টিয়ার রাস্তার মোড়েতে টহল দেয় পুলিশ। তা সত্ত্বেও কিভাবে এরকম দুঃসাহসিক ডাকাতি। দুর্গাচক মঞ্জুশ্রী এবং হাজরা মোড়ে মাঝামাঝি এই জায়গায় জানা যায় জনবহুল এলাকা। তাহলে ডাকাতি হলো কিভাবে সে নিয়ে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিকাশ রঞ্জন রায় , বাড়ির কর্তা জয়ন্তী রায় দণ্ডপাট ,হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর

No comments