প্রথম রাজ্য সম্মেলন; পান চাষী যুক্ত পরিষদের আজ থেকে শুরু
রাজ্যের পান অর্থকরী ফসল সেই পান বিদেশে রপ্তানি হয় কিন্তু বর্তমান কৃষকরা পানের যথাযথ মূল্য না পাওয়ার জন্যই। হতাশায় ভুগছেন পানচাসীরা।পানচাষীদের জীবন জীবিকার সমস্যা সমাধানে…
প্রথম রাজ্য সম্মেলন; পান চাষী যুক্ত পরিষদের আজ থেকে শুরু
রাজ্যের পান অর্থকরী ফসল সেই পান বিদেশে রপ্তানি হয় কিন্তু বর্তমান কৃষকরা পানের যথাযথ মূল্য না পাওয়ার জন্যই। হতাশায় ভুগছেন পানচাসীরা।
পানচাষীদের জীবন জীবিকার সমস্যা সমাধানের লক্ষ্যে সুসংহত মঞ্চ করে তোলার উদ্যোগে পশ্চিমবঙ্গ পানচাষী যুক্ত পরিষদ ৩১ আগস্ট ও ১ লা সেপ্টেম্বর দুদিনের এই সম্মেলন শুরু হবে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। সমস্ত রাজ্যের প্রাণচাষীদের একত্রিত করে রাজ্যে প্রথম সম্মেলন শুরু হবে আজ এবং আগামীকাল দুদিন ধরে চলবে এই সম্মেলন অতুল আনজান নগর গীতা মুখার্জি মঞ্চে নিমতৌড়ি স্মৃতিসৌধ।
দাবি কৃষি মন্ত্র কে পান কে কৃষি পূর্ণ হিসেবে স্বীকৃতি দিতে হবে। পানকে শস্য বীমার আওতায় আনতে হবে
পানকে জাতীয় পাতা হিসেবে ঘোষণা করতে হবে
জানা যায় উপস্থিত থাকবেন ভেঙ্কাইয়া,সভাপতি এ আই কেএস। আসিস কানুনগো কেন্দ্রীয় নেতৃত্ব উড়িষ্যা শ্রী কুমার মুখার্জি। রাজ্য সম্পাদক গৌতম পন্ডা সভাপতি প্রস্তুতি কমিটি হংসপদ জানা জেলা সভাপতি মনোতোষ সামন্ত জেলা সম্পাদক আহ্বায়ক অশ্বিনী জানাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
No comments