Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার উদ্যোগে হলদিয়ার দুর্গাচক রাস্তার ধারে জবর দখল করা দোকানগুলি উচ্ছেদ করল!

হলদিয়া পৌরসভার উদ্যোগে হলদিয়ার দুর্গাচক রাস্তার ধারে জবর দখল করা দোকানগুলি  উচ্ছেদ করল!ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/3UUULb5H8b8
শিল্পশহর হলদিয়ার বিভিন্ন জায়গায় রাস্তার উপরে দোকান এবং ঘর করে রাস্তা সংকোচ করছিল সে নিয…

 




হলদিয়া পৌরসভার উদ্যোগে হলদিয়ার দুর্গাচক রাস্তার ধারে জবর দখল করা দোকানগুলি  উচ্ছেদ করল!

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/3UUULb5H8b8


শিল্পশহর হলদিয়ার বিভিন্ন জায়গায় রাস্তার উপরে দোকান এবং ঘর করে রাস্তা সংকোচ করছিল সে নিয়েই প্রতিরোয়তো দুর্ঘটনা লেগেই থাকতো কারখানার সামনে ঝুড়ি আর তার ফলেই আগুনের আশঙ্কা প্রায় লেগেই থাকতো সে কারণেই সমস্যা হতো শহরের মানুষের। গত ২৪ শে জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় শিল্প স্বর হলদিয়ার বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে তুলে ধরেন সেখানে ভৎসনা করেছিলেন হলদিয়ার এসডিও তথা পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জিকে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় ড্রেন থেকে শুরু করে রাস্তা জবরদখল করে যারা বসে রয়েছেন তাদের উচ্ছেদ শুরু করেছিলেন আজ হলদিয়া দুর্গাচক ছায়া নট পৌরসভার অডিটোরিয়ামের সামনে রাস্তার উপরে বসে থাকা দোকানগুলি উচ্ছেদ শুরু করলো পৌরসভার তরফ থেকে। অনেক আগে থেকেই নোটিশ জারি করেছিলেন কিন্তু তারা সঠিক সময়ে পৌরসভার সঙ্গে কোন যোগাযোগ না রেখে তারা নিজেরা দোকান না সরিয়ে নেওয়ার জন্যই বাধ্য হয়ে পুরসভার তরফ থেকে আজ সেই দোকানগুলিকে ভেঙে দেওয়া হয়।

সূত্রে জানা যায়,হলদিয়া পৌরসভা এলাকায় এই ধরনের রাস্তা অবরোধ করে যে সকল দোকান ঘর রয়েছে সেগুলিও আগামী দিনে উচ্ছেদের কাজ শুরু হবে। আজ ৩রা আগস্ট হলদিয়া পৌরসভার উদ্যোগে রাস্তার দু'ধারে জবরদখল করে থাকা দোকানগুলি উচ্ছেদ করল শনিবার হলদিয়া দুর্গাচক পার্কের পাশে রাস্তার দখল করে থাকা দোকানগুলি হলদিয়া পৌরসভার উদ্যোগে উচ্ছেদ করা শুরু হয় শনিবার দুপুর দুটো থেকে শুরু হয় উচ্ছেদের কাজ চালিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত।

No comments