Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ উন্নয়ন নিয়ে বৈঠকে সাংসদ অভিজিত গাঙ্গুলি

তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ উন্নয়ন নিয়ে বৈঠকে সাংসদ অভিজিত গাঙ্গুলি 
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/pGeYHx2GAIM
রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে উঠেছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ। সেই কলেজের পরিকাঠামো চিকিৎসা পরিষেবার বিষয়ে শনি…

 




তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ উন্নয়ন নিয়ে বৈঠকে সাংসদ অভিজিত গাঙ্গুলি 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/pGeYHx2GAIM


রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে উঠেছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ। সেই কলেজের পরিকাঠামো চিকিৎসা পরিষেবার বিষয়ে শনিবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সাংসদ তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠাগত বিষয়ে জানেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিত গাঙ্গুলি  জানান, মেডিক্যাল কলেজের যে পরিকাঠামোর প্রয়োজন তা অনেক কম। তাই পরিকাঠামো বাড়ানো এবং চিকিৎসা পরিষেবা জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে। আমি সমস্ত বিষয়টি জানলাম আগামীদিনে যাতে সুন্দর পরিষেবা মেলে তার ব্যবস্থা করবো। 

অধ্যক্ষ শর্মিলা মল্লিক জানান,দীর্ঘ সময় ধরে কলেজের বিষয় আলোচনা হয়। এই মুহুর্তে আমাদের একটি উন্নতমানের হাসপাতালের প্রয়োজন তা আমরা জানালাম। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরকে নিয়ে তা করার ব্যবস্থা করা হবে।

সাংসদ হওয়ার পর প্রথম তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে যান। ফুল উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের পক্ষ থেকে।

প্রসঙ্গত, ৩ আগস্ট শনিবার তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর প্রিন্সিপাল শর্মিলা মল্লিকের সঙ্গে বৈঠক সারেন। মেডিক্যাল কলেজের নতুন ভবন তৈরি হলেও হাসপাতালের বিল্ডিং বেশ পুরনো। তাছাড়া হাসপাতালের জায়গা অপ্রতুল। এদিন প্রিন্সিপাল হাসপাতালের নতুন ভবনের জন্য সংসদ সদস্যের কাছে আবেদন জানান। অভিজিৎবাবু এনিয়ে তদ্বির করবেন বলেও প্রতিশ্রুতি দেন। সাংসদ বলেন, তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালের বিল্ডিংটি বেশ পুরনো। এখানে ৩০০টি বেড। কিন্তু, সবসময় ৬০০জন রোগী থাকেন। অনেকেই মেঝেতে থাকতে বাধ্য হন। হাসপাতালের বড় বিল্ডিং দরকার। এনিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য‌মন্ত্রীর সঙ্গে কথা বলব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য‌দপ্তরের সঙ্গেও আলোচনা করবে।

No comments