মা মেয়েকে নগ্ন করে প্যারেড করেছে বিজেপি নন্দীগ্রামে? কি বললেন- মলয়
নন্দীগ্রামে মা-মেয়েকে নগ্ন করে প্যারেড করিয়েছে বিজেপি। বাংলার মা-মেয়ের সম্ভ্রম নষ্ট করার প্রতিবাদে কেন রাত দখল কর্মসূচি হবে না? রবিবার আসানসোলে অবস্থান মঞ্চে …
মা মেয়েকে নগ্ন করে প্যারেড করেছে বিজেপি নন্দীগ্রামে? কি বললেন- মলয়
নন্দীগ্রামে মা-মেয়েকে নগ্ন করে প্যারেড করিয়েছে বিজেপি। বাংলার মা-মেয়ের সম্ভ্রম নষ্ট করার প্রতিবাদে কেন রাত দখল কর্মসূচি হবে না? রবিবার আসানসোলে অবস্থান মঞ্চে প্রতিবাদীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোলের রাহা লেনে তৃণমূলের জেলা পার্টি অফিসের সামনে আরজি করের অভিযুক্তদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। সেখানেই রাজ্যের মন্ত্রী মলয়বাবু বলেন, ওড়িশার দু’জন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, উত্তরপ্রদেশে আট বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এসব খবর আপনারা টিভি চ্যানেলে পাবেন না। কয়েকটি সংবাদপত্র এখনও লিখছে। আজ ‘বর্তমান’ পত্রিকায় নন্দীগ্রামের ঘটনা সামনে এসেছে। সেদিন যারা রাত দখল কর্মসূচি করেছিলেন তাদের অনেককেই সিপিএম ও বিজেপি বাসে করে নিয়ে এসেছিল। এলাকায় মেয়েদের প্রতি অত্যাচারের প্রতিবাদে এবার তারা কেন রাস্তায় নামবেন না?
এদিন অবস্থান মঞ্চে হাজির ছিলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, আরজি করের ঘটনা বরদাস্ত করা যায় না। আমরা দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান করছি। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়ায় একে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হচ্ছে, অন্য সরকারি প্রকল্প নিয়ে কটাক্ষ ছুড়ে দেওয়া হচ্ছে তাতে স্পষ্ট এর পিছনে রয়েছে দিল্লি রাজার ষড়যন্ত্র। তিনি বলেন, অনেকের মনে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে দোষীদের শাস্তির দাবিতে তিনি কেন রাস্তায়। মনে রাখবেন, তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই, বিচারের দায়িত্ব আদালতের। তাই আমরা সকলেই রাস্তায় নেমে দোষীদের ফাঁসির আর্জি জানাচ্ছি।
এদিন পশ্চিম বর্ধমান জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত বার্নপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান-বিক্ষোভ হয় চিত্রা মোড়ের কাছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারদের উপস্থিতিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে হাজির হন মন্ত্রী মলয়বাবু। বারাবনিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন বিধায়ক বিধান উপাধ্যায়। জিটি রোডের উপর চাঁদা মোড়ে জামুড়িয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অবস্থান-বিক্ষোভ হয়। দুর্গাপুরের বেনাচিতির কাইজার মোড়ে ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তথা তৃণমূলের শহর মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়, দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুর স্টেশন বাজার ও চণ্ডীদাস বাজারেও অবস্থান বিক্ষোভ হয়।
No comments