হাসিনার জন্যই এই অবস্থা, বাংলাদেশ যেন পাকিস্তান না হয়ে যায়: তসলিমা নাসরিনঘটনাচক্রে, শেখ হাসিনার সরকারের আমলেই তসলিমা নাসরিনকে বাংলাদেশ সরকার নির্বাসনে পাঠায়। তসলিমা ধারাবাহিক ভাবে ধর্মীয় মৌলবাদ ও রক্ষণশীলতার বিরুদ্ধে লিখতেন। সেই…
হাসিনার জন্যই এই অবস্থা, বাংলাদেশ যেন পাকিস্তান না হয়ে যায়: তসলিমা নাসরিন
ঘটনাচক্রে, শেখ হাসিনার সরকারের আমলেই তসলিমা নাসরিনকে বাংলাদেশ সরকার নির্বাসনে পাঠায়। তসলিমা ধারাবাহিক ভাবে ধর্মীয় মৌলবাদ ও রক্ষণশীলতার বিরুদ্ধে লিখতেন। সেই কারণেই বাংলাদেশের ইসলামি সংগঠনগুলি বিক্ষোভ শুরু করেছিল। তাদের চাপের মুখে শেখ হাসিনার নির্দেশে তসলিমাকে নির্বাসিত করা হয়।
নির্বাসিতকে নির্বাসন দেওয়া মানুষটি নিজেই আজ নির্বাসিত। এতে যে প্রথম নির্বাসিত কড়া প্রতিক্রিয়া দেবেন, সেটাই স্বাভাবিক। তসলিমা নাসরিনও তাই করেছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে মাত্র ৪৫ মিনিটের নোটিসে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া শেখ হাসিনার উদ্দেশে তিনি লিখলেন, 'হাসিনার দুঃশাসনের সমাপ্তি হল।' তবে একই সঙ্গে তিনি চিন্তিত, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও। সাম্প্রদায়িক শক্তি যেন ছিন্নভিন্ন না করে দেয় দেশকে, সেই উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।
No comments