তিথি ভোজন ও কন্যাশ্রী দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মিষ্টি ও মাংস পরিবেশন হল
আজ ১৪ ই আগস্ট সুতাহাটার শিমূলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠে মিড ডে মিল প্রকল্পে 'তিথি ভোজন' ও কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের মিষ্টি ও মাং…
তিথি ভোজন ও কন্যাশ্রী দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মিষ্টি ও মাংস পরিবেশন হল
আজ ১৪ ই আগস্ট সুতাহাটার শিমূলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠে মিড ডে মিল প্রকল্পে 'তিথি ভোজন' ও কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের মিষ্টি ও মাংস পরিবেশন করা হল। প্রধান শিক্ষক সমর সিনহা জানালেন, এই মাসে যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী পোষন দপ্তরের নির্দেশে তিথি ভোজন ও কন্যাশ্রী দিবস উদযাপন করতে এই দিনটি বেছে নেওয়া হয়। প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের সামনে এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। সকলেই খুব আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেয়। শিক্ষক শিক্ষিকাদের সক্রিয় যোগদানে অনুষ্ঠানটি সফলতা লাভ করে, জানালেন প্রধান শিক্ষক।
No comments