নড়াইল জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, ২বাংলারনিউজ ডেস্কঃনড়াইলে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৩ আগস্ট নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ…
নড়াইল জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, ২বাংলারনিউজ ডেস্কঃনড়াইলে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৩ আগস্ট নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, নড়াইল আর্মি ক্যাম্পের সিও লেঃ কর্নেল শেখ শেফায়েত আবদুল্লাহ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট,বিকাশ চন্দ্র দাস, অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো আলমগীর সিদ্দিকী সহ অন্যান্য সাংবাদিক ও নড়াইল জেলার অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন বাংলাদেশে কোন ধর্মের মানুষই সংখ্যালঘু নয়,সবাই বাংলাদেশের নাগরিক, তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যে কোন উস্কানিমূলক স্ট্যাটাস বা বক্তব্য পরিহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান সমসাময়িক পরিস্থিতিতে নড়াইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে যুগোপযোগী বক্তব্য প্রদান করে বলেন ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
No comments