Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রামনগরের ইতিহাস নিয়ে প্রকাশিত হলো ইতিহাসের আলোকে রামনগর

রামনগরের ইতিহাস নিয়ে প্রকাশিত হলো ইতিহাসের আলোকে রামনগরসমুদ্র উপকূলবর্তী শহর রামনগর। স্বাধীনতা সংগ্রামের এক পিঠস্থান। বীরপুলের পাশেই গড়ে উঠেছে রামনগর শহর। ঐতিহ্যের রীতি ও ধারা বহন করে এগিয়ে চলেছে রামনগর শহর। স্বাধীনতার পূর্ববর…

 




রামনগরের ইতিহাস নিয়ে প্রকাশিত হলো ইতিহাসের আলোকে রামনগর

সমুদ্র উপকূলবর্তী শহর রামনগর। স্বাধীনতা সংগ্রামের এক পিঠস্থান। বীরপুলের পাশেই গড়ে উঠেছে রামনগর শহর। ঐতিহ্যের রীতি ও ধারা বহন করে এগিয়ে চলেছে রামনগর শহর। স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে রামনগর শহরের বিবর্তন হয়েছে অনেক। ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক এই রামনগর। ইতিহাসের আলোকে রামনগর এই বইটি প্রকাশিত হলো রামনগরে। সম্পাদক শিক্ষক তপন কুমার রঞ্জিত ও প্রদীপ কুমার জানার হাত ধরে। রামনগর এলাকার বহু সাহিত্যিক ও জ্ঞানী-গনিশন এই বইতে তাদের কলম ধরেছেন। রামনগর এলাকার বিভিন্ন প্রান্তের বহু তথ্য উঠে এসেছে এই বইতে। এই বই রামনগর ইতিহাসের এক অসাধারণ দলিল স্বরূপ। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভা গৃহে প্রকাশিত হলেও এই নতুন বই। স্বাধীনতার দিক থেকে যেমন রামনগর এক বিশেষ স্থান অন্যদিকে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যের ধারা নিয়ে এখনো সমোজ্জ্বল রামনগর।

রামনগর শহর খুব প্রাচীন শহর।আজও শহরের আনাচে কানাচে ঐতিহ্যের সুর। বিভিন্ন জায়গার ইতিহাস ও রীতি কথা লেখা হলেও রামনগর নিয়ে সেভাবে কোন গ্রন্থ প্রকাশিত হয়েছিল না। দীর্ঘদিন পর রামনগরের উপর এক বিশেষ গ্রন্থ প্রকাশিত হলো। এই গ্রন্থ বর্তমান প্রজন্ম ও আগামীর প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করবে। ইতিহাসের আলোকে রামনগর এই বইতে রামনগরের বিভিন্ন প্রান্তের ঐতিহ্য ইতিকথা মানুষ জানতে পারবে।

একদিকে যেমন রামনগর এলাকার জীববৈচিত্র্য ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় গড়ে ওঠা রামনগর শহরের ইতিকথা সেখানকার লোকসংস্কৃতি, গান ,যাত্রা ,সিনেমা সবকিছুই ফুটে উঠেছে এই বইয়ের মাধ্যমে।

রামনগর শহরের ইতিকথা জানতে হলে অবশ্যই পড়ে দেখুন এই বই।

No comments