অন্ধজনের দেহ আলো - এই অঙ্গীকারকে সামনে রেখে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন
অন্ধজনের দেহ আলো - এই অঙ্গীকারকে সামনে রেখে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ফের পুলিশের মানবিক মুখ। এবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও এগরা থানার…
অন্ধজনের দেহ আলো - এই অঙ্গীকারকে সামনে রেখে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন
অন্ধজনের দেহ আলো - এই অঙ্গীকারকে সামনে রেখে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ফের পুলিশের মানবিক মুখ। এবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও এগরা থানার ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত চক্ষু পরীক্ষা শিবির। রবিবার এগরা স্বর্ণময়ী গার্লস হাইস্কুলের সভাগৃহে আয়োজিত হয় এই চক্ষু পরীক্ষা শিবির। কোলকাতার শঙ্কর নেত্রালয়ের চিকিৎসকেরা এগরা বিধানসভা এলাকার মানুষদের চোখের পরীক্ষা করান। পাশাপাশি যাদের ছানি অপারেশন ও চশমার প্রয়োজন তাঁদের কোলকাতায় হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে এবং এগরা থানা থেকে আগামী ১৮ সেপ্টেম্বর বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলে জানিয়েছেন এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ। এদিন শিবিরের উদ্বোধন করেন এগরার এসডিপিও দেবীদয়াল কুন্ডু। তিনি জানিয়েছেন, বিশেষ করে গাড়ির চালক ও খালাসিদের চোখের পরীক্ষা করানোর জন্য বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মানুষকে সচেতনও করা হচ্ছে। এদিন শিবিরে প্রায় দুশো জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে। উপস্থিত ছিলেন এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক, এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ, এগরার সি আই রজতকান্তি পাল, এগরা ট্রাফিক সার্জেন্ট প্রসেনজিৎ প্রামাণিক প্রমুখ।
No comments