২০ আগস্ট থেকে তথ্য সংগ্রহ করা শুরু, নির্ভুল ভোটার তালিকা প্রকাশে জোর২০ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। ২০২৫ সালের এক জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে যে কাজগ…
২০ আগস্ট থেকে তথ্য সংগ্রহ করা শুরু, নির্ভুল ভোটার তালিকা প্রকাশে জোর
২০ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। ২০২৫ সালের এক জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে যে কাজগুলি করতে হয় সেটাই এবার শুরু হচ্ছে। নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য রাজ্যগুলিকে বিশেষ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার জন্য কী কী করতে হবে, কোন কোন বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। ভোটার তালিকার নাম তোলার প্রক্রিয়ার পাশাপাশি যে সমস্ত বুথে ১৫০০’র বেশি ভোটার থাকবে সেখানে অক্সিলারি বুথ করার বিষয়েও জেলাগুলিকে পদক্ষেপ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগে কয়েক দফায় সেটি পরীক্ষা করতে হবে। জেলাশাসক থেকে শুরু করে বিভিন্ন ডিভিশনাল কমিশনার এই কাজ করবেন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে জেলাগুলিকে। মৃত ভোটারের ক্ষেত্রে বা কেউ ঠিকানা বদলে অন্যত্র চলে গিয়েছেন এমন ভোটারদের ফর্ম সেভেন পাওয়ার পরই এই পদক্ষেপ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
No comments