Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উন্নয়নের নিরিখে প্রথম স্থান অধিকার করলো মহিষাদল ব্লকে নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত

উন্নয়নের নিরিখে প্রথম স্থান অধিকার করলো মহিষাদল ব্লকে নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
এলাকা উন্নয়ন কাজে ফিফটিন্থ ফাইনান্স কমিশনের টাকা খরচের নিরিখে মহিষাদল ব্লকে প্রথম স্থান দখল করলো স্থানীয় নাটশাল- ১ নম্বর গ্রাম পঞ্চায়েত । ২০২…

 


উন্নয়নের নিরিখে প্রথম স্থান অধিকার করলো মহিষাদল ব্লকে নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত


এলাকা উন্নয়ন কাজে ফিফটিন্থ ফাইনান্স কমিশনের টাকা খরচের নিরিখে মহিষাদল ব্লকে প্রথম স্থান দখল করলো স্থানীয় নাটশাল- ১ নম্বর গ্রাম পঞ্চায়েত । ২০২৩ সালের অক্টোবর মাসে ২২ লাখ,৩ হাজার,৫২৮ টাকা ৪ পয়সা পেয়েছিল গ্রাম পঞ্চায়েতটি । ২০২৪ সালের মে মাসের মধ্যে সেই টাকায় গ্রাম পঞ্চায়েত এলাকার নিবিড় উন্নয়ন কাজ হয়েছে । তার মধ্যে ৭ টি কংক্রিটের রাস্তা, ৫ টি নলকূপ, ২ টি সাবমারসিবল পাম্প, ৭৫ মিটার হাইড্রেন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে । ১২ টি স্কুলে পানীয় জলের ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে ‌। সেইসঙ্গে অন্য আরও ১২টি স্কুলে ছাত্র-ছাত্রীদের ওজন এবং উচ্চতা মাপার যন্ত্র সরবরাহ করা হচ্ছে । পঞ্চাশ হাজার টাকা খরচ করে তিন হাজার চারাগাছ রোপন করা হয়েছে এলাকায় ।গ্রামের শ্মশানের উন্নতিও করা হয়েছে । এলাকার নাটশাল, আন্দুলিয়া, গোয়ালবেড়িয়া, বলরামচক, চাঁদপাত্র, নরসিংহচক, গেঁওখালি সহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছেন । এ বিষয়ে নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা জানিয়েছেন,"গ্রামের নিবিড় উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য । ফিফটিন্থ ফাইন্যান্স কমিশনের টাকা পেয়ে তাই উন্নয়ন পরিকল্পনা তৈরি করে সেই টাকা যথাযথ খরচে তৎপর হয়েছি আমরা সবাই । আমাদের জনপ্রতিনিধি থেকে গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মী আধিকারিক, পঞ্চায়েত সমিতির আধিকারিক সহ অন্যান্য দায়িত্বপূর্ণ কর্মীদের সহযোগিতা পেয়েছি । সকলের চেষ্টায় উন্নয়ন কাজের নিরিখে আমাদের গ্রাম পঞ্চায়েত এক নম্বর স্থান দখল করতে পেরেছি । সেজন্য সকলকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাই ।" এই কাজে উৎসাহ পেয়ে আগামী দিনে গ্রাম উন্নয়নে গুচ্ছ পরিকল্পনা করা হচ্ছে বলে গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন ।

No comments