Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অশান্ত বাংলাদেশের দায়িত্ব এখন তাঁর কাঁধে! জেনে নিন কে এই সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অশান্ত বাংলাদেশের দায়িত্ব এখন তাঁর কাঁধে! জেনে নিন কে এই সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানহাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার খানিক বাদেই জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেন ওয়াকার-উজ-জামান।একেবারে নীরবে ইস্তফা দ…

 




অশান্ত বাংলাদেশের দায়িত্ব এখন তাঁর কাঁধে! জেনে নিন কে এই সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার খানিক বাদেই জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেন ওয়াকার-উজ-জামান।

একেবারে নীরবে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন সে দেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। অশান্ত বাংলাদেশের দায়িত্ব এখন তাঁরই কাঁধে। হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার খানিক বাদেই জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেন তিনি।

সোমবার দুপুরে হাসিনার ইস্তফার পর জনসমক্ষে আসার পরই প্রশ্ন উঠতে শুরু করে কে এই সেনাপ্রধান যার কাঁধে এখন বাংলাদেশের দায়িত্ব?

বাংলাদেশের শেরপুরে ১৯৬৬ সালের ১৬ সেপ্টেম্বর জন্ম ওয়াকারের। ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের বাবা ওয়াকার-উজ-জামান। বাংলাদেশের মিলিটারি অ্যাকাডেমিতে পঠনপাঠনের পর পরবর্তীকালে ওয়াকার মীরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, জয়েন্ট সার্ভিস কমান্ড ও ব্রিটেনের স্টাফ কলেজে পড়াশোনা করেন তিনি। এছাড়াও বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ও লন্ডনের কিংস কলেজে তাঁর প্রতিরক্ষার ডিগ্রি রয়েছে। বাংলাদেশে সেনাবাহিনীতে দক্ষতার জন্য একাধিক মেডাল পেয়েছেন সেনাপ্রধান। 

 খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ বাংলাদেশের প্রেসিডেন্টের, হাসিনা দেশ ছাড়ার পরই বড় ঘোষণা  ‘বুঝে ভোট দিন, এখান থেকেই হাসিনার পতন..’ সোনিয়া-রাহুলের সঙ্গে ছবি দিয়ে খোঁচা কঙ্গনার  হাসিনার জন্যই এই অবস্থা, বাংলাদেশ যেন পাকিস্তান না হয়ে যায়: তসলিমা নাসরিন  মাত্র ৪৫ মিনিট! দেশ ছাড়তে হাসিনাকে এইটুকুই সময় দেয় বাংলাদেশ সেনা, হয়নি ভাষণ রেকর্ড করাও  জ্বালিয়ে দেওয়া হল ক্রিকেটার মাশরাফির বাড়িও, নরাইলেও চলছে বিজয়োল্লাস!  বাংলাদেশ নিয়ে গুজব ছড়ালেই কড়া পদক্ষেপ, সোশ্যাল মিডিয়ায় নজরদারি রাজ্যর পুলিশের  রেলকে বেলাইন করে মোহনবাগানের পাঁচ গোল, হ্যাটট্রিক সালাউদ্দিনের  কলকাতা ও কেমব্রিজকে একসুতোয় বেঁধেছেন বাঙালি ডাক্তারবাবু, ঘুচিয়েছেন রোগী-চিকিৎসক দূরত্ব  অশান্ত বাংলাদেশের দায়িত্ব এখন তাঁর কাঁধে! জেনে নিন কে এই সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান  অলিম্পিক্স ফ্রিস্টাইল কুস্তিতেও হার নিশার, আজ প্যারিসে ভারতের স্বপ্নভঙ্গের দিন



 


বাংলাদেশ


Bangladesh Unrest


অশান্ত বাংলাদেশের দায়িত্ব এখন তাঁর কাঁধে! জেনে নিন কে এই সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান


হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার খানিক বাদেই জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেন ওয়াকার-উজ-জামান।



ওয়াকার-উজ-জামান


Advertisement



শেষ আপডেট: 5th August 2024 21:03


Join our Whatsapp Channel 


দ্য ওয়াল ব্যুরো: একেবারে নীরবে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন সে দেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। অশান্ত বাংলাদেশের দায়িত্ব এখন তাঁরই কাঁধে। হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার খানিক বাদেই জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেন তিনি।

সোমবার দুপুরে হাসিনার ইস্তফার পর জনসমক্ষে আসার পরই প্রশ্ন উঠতে শুরু করে কে এই সেনাপ্রধান যার কাঁধে এখন বাংলাদেশের দায়িত্ব?

বাংলাদেশের শেরপুরে ১৯৬৬ সালের ১৬ সেপ্টেম্বর জন্ম ওয়াকারের। ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের বাবা ওয়াকার-উজ-জামান। বাংলাদেশের মিলিটারি অ্যাকাডেমিতে পঠনপাঠনের পর পরবর্তীকালে ওয়াকার মীরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, জয়েন্ট সার্ভিস কমান্ড ও ব্রিটেনের স্টাফ কলেজে পড়াশোনা করেন তিনি। এছাড়াও বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ও লন্ডনের কিংস কলেজে তাঁর প্রতিরক্ষার ডিগ্রি রয়েছে। বাংলাদেশে সেনাবাহিনীতে দক্ষতার জন্য একাধিক মেডাল পেয়েছেন সেনাপ্রধান। 


আরও পড়ুন



'কথা দিচ্ছি, সব হত্যার বিচার হবে,' বললেন বাংলাদেশ সেনাপ্রধান, গড়া হচ্ছে অন্তর্বর্তী সরকার



দেশ ছাড়লেন হাসিনা ও রেহানা, হেলিকপ্টারে আগরতলার দিকে রওনা দিয়েছেন


প্রায় চার দশক সেনা হিসেবে কাজ করছেন ওয়াকার-উজ-জামানের। দু’বছর ধরে রাষ্ট্রপুঞ্জের শান্তি রক্ষাবাহিনীতেও ছিলেন তিনি। প্রাক্তন জেনারেল এসএম সইফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের জুন মাসে তিন বছরের জন্য বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হন ওয়াকার।

পেশাগত জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলিয়েছেন ওয়াকার-উজ-জামান। জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবেও দায়িত্ব কাঁধে নেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াকার।

২০১৪ সাল থেকে টানা তিন বছর সফলভাবে বিজয় দিবস প্যারেডের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ওয়াকার-উজ-জামান। সেই কারণে ‘সেনাগৌরব পদক’ প্রাপ্তি হয় তাঁর। এছাড়া ‘অসামান্য সেবা পদকে’ও ভূষিত ওয়াকার।

সোমবার সাংবাদিক বৈঠক করে বাংলাদেশের সব হত্যার বিচারের আশ্বাসও দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তাঁর কথায়, 'আমি কথা দিচ্ছি, সব অন্যায়, সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আপনারা আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে, পূরণ করব। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনব। আপনারা সহযোগিতা করুন।'

No comments