Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"মাতৃভাষায় বিজ্ঞান সাধনা" ও এআইসিটিই-বাণী তিন দিন ব্যাপী জাতীয়স্তরের সেমিনার

"মাতৃভাষায় বিজ্ঞান সাধনা" ও এআইসিটিই-বাণী তিন দিন ব্যাপী জাতীয়স্তরের সেমিনার

"মাতৃভাষায় বিজ্ঞান সাধনা" এই মর্মে আইকেআর  অধিনস্ত হালদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ফলিত বিজ্ঞান ও মানবিক বিভাগের উদ্যোগে এবং অল ই…

 




"মাতৃভাষায় বিজ্ঞান সাধনা" ও এআইসিটিই-বাণী তিন দিন ব্যাপী জাতীয়স্তরের সেমিনার



"মাতৃভাষায় বিজ্ঞান সাধনা" এই মর্মে আইকেআর  অধিনস্ত হালদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ফলিত বিজ্ঞান ও মানবিক বিভাগের উদ্যোগে এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের (এআইসিটিই) আর্থিক অনুদানে তিন দিন (৭-৯ অগাস্ট ২০২৪ )ব্যাপী জাতীয় স্তরের আলোচনাসভার আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারের প্রসঙ্গ হিসাবে বেছে নেওয়া হয়েছে সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে আণবিক ও পদার্থ বিষয়ক সাম্প্রতিক অগ্রগতি। "শক্তি, স্থায়িত্ব এবং জলবায়ু পরিবর্তন" শীর্ষক আলোচনা সভায় সারা ভারতবর্ষের নামকরা মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ হতে মূল বক্তাদের নির্বাচন করা হয়েছে। আলোচনা সভায় আচার্য্য সত্যেন্দ্রনাথ বসুর অবদান থেকে শুরু করে, পরিবেশে কীটনাশকের প্রভাব দূরীকরণ, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, পুনঃ শক্তিসঞ্চার যোগ্য সেল টেকনোলজি, বর্জ্য বস্তুর পুনর্ব্যবহার, কর্কট রোগের বিরুদ্ধে ন্যানো পার্টিকেলের ব্যবহার প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় । আলোচনায় বক্ত্যব্য রাখেন প্রফেসর দুলাল চান্দ্রা মুখার্জী, প্রাক্তন প্রফেসর কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রফেসর কল্লোল কুমার ঘোষ, ও প্রফেসর দুর্গাপাড়া কুইটি , পণ্ডিত রবিশঙ্কর শুকালে বিশ্ববিদ্যালয়, প্রফেসর সুভাশিষ ভৌমিক, আই আই ই এস টি হাওড়া, প্রফেসর দেবপ্রসাদ মণ্ডল, আই আই টি রোপার, প্রফেসর সাগর পাল , আই আই টি ধানবাদ, প্রফেসর অলকেশ বিশাই,  আইসার কলকাতা, ছিলেন প্রফেসর সুভাষ চন্দ্র ঘোষ,  সিএসআই আর-সিএসএমআরআই ভাবনাগার গুজরাট, সিএসআই আর-এনএমএল  জামশেদপুর, প্রফেসর মধুরিমা জানা, এনআইটি রৌরকেলা প্রফেসর চিত্তরঞ্জন সিনহা, যাদবপুর বিশ্ববিদ্যালয়. সেমিনার টি তে প্রায় ১৫০ যান ছাত্র ছাত্রী অংশগ্রহন করেছিল | ছাত্র ছাত্রী ও রিসার্চ  স্কলার দের পোস্টার কম্পেটিশন হয় | সর্বোত্তম পোস্টার গুলি কে এআইসিটিএ-বাণী ও আরএসসি-আইপিএস "সর্বোত্তম পোস্টার পুরস্কার প্রদান করা হয় | মাতৃভাষায় বিজ্ঞানচর্চার এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন  চেয়ারম্যান শ্রদ্ধেয়  লক্ষণচন্দ্র শেঠ (ডি লিট) মহাশয় এবং আইকেয়ারের সম্পাদক আশিষ লাহিড়ী মহাশয়। এই আলোচনাসভা গবেষণা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করছে |

No comments