Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারতীয় রেডক্রস সোসাইটির উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও বিপর্যয়ের প্রশিক্ষণ শিবির

ভারতীয় রেডক্রস সোসাইটির উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও বিপর্যয়ের প্রশিক্ষণ শিবির  পূর্ব  মেদিনীপুর জেলার পাঁশকুড়ার দয়ালচক ভূঁইঞাচক ভুবনেশ্বর জিউ বিদ্যাপীঠে দুদিনের প্রাথমিক চিকিৎসা ও বিপর্যয়ের প্রশিক্ষণ শিবির শুরু হয়। আগুন লাগল…

 




ভারতীয় রেডক্রস সোসাইটির উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও বিপর্যয়ের প্রশিক্ষণ শিবির 

 পূর্ব  মেদিনীপুর জেলার পাঁশকুড়ার দয়ালচক ভূঁইঞাচক ভুবনেশ্বর জিউ বিদ্যাপীঠে দুদিনের প্রাথমিক চিকিৎসা ও বিপর্যয়ের প্রশিক্ষণ শিবির শুরু হয়। আগুন লাগলে কিভাবে উদ্ধার করতে হয়, জলে ডুবে গেলে কি করতে হয়, ভূমিকম্পের সময় কি করনীয় ,পথ দুর্ঘটনায়  কি করণীয়। এছাড়াও বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসার ব্যান্ডেজ,সিলিং ও বিভিন্ন ধরনের রেস্কিউ ইত্যাদি দেখানো হয় ।  প্রশিক্ষণ দেন  ভারতীয় রেডক্রস সোসাইটির প্রশিক্ষক অনুপম পালোধী,  দিলীপ কুমার পাত্র ,সুব্রত কুমার সাঁতরা প্রমূখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সম্মানীয় শ্যামল কুমার রানা বলেন বিদ্যালয়টি ১৯৭৫ সালে স্থাপিত হয়।  এ বছর সুবর্ণজয়ন্তী বর্ষ চলছে , তারই অঙ্গ হিসেবে  এ ধরনের  প্রশিক্ষণ। ছেষট্টি জন ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ নেয়। আত্মরক্ষা ও সহপাঠক্রমিক কার্যাবলী বর্তমানে খুবই জরুরী। বিদ্যালয়ের ইংরাজি বিভাগের শিক্ষক দিব্যজ্যোতি ভট্টাচার্য বলেন প্রাথমিক চিকিৎসা যে কোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে খুবই জরুরী। বাংলার সহ-শিক্ষক সম্মানীয় সমীরন কয়াল বলেন এ ধরনের প্রশিক্ষণে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলজানা ,  নন্দ মিশ্র,সুধা দত্ত,প্ৰদীপ হাঁসদা,সম্ভুনাথ কুইতি প্রমূখ। বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র বিদ্যালয় চত্বরে গাছ লাগানোর জন্য দশটি বৃক্ষ চারা বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন। আগামী১৫ই আগষ্ট চারাগাছ গুলো লাগানো হবে।

No comments