সি টি ও মিলেনিয়াম পার্কের ভূতল পরিবহন কর্মীদের অবস্থান বিক্ষোভভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/rF0WZFBrhM0
মিলেনিয়াম পার্ক মেরিন বিভাগের ঠিকা কর্মচারীদের অবস্থান বিক্ষোভে বসলেন দুদিনের সম কাজে সম বেতনের দাবিতে ২৯ এবং ৩০শে …
সি টি ও মিলেনিয়াম পার্কের ভূতল পরিবহন কর্মীদের অবস্থান বিক্ষোভ
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/rF0WZFBrhM0
মিলেনিয়াম পার্ক মেরিন বিভাগের ঠিকা কর্মচারীদের অবস্থান বিক্ষোভে বসলেন দুদিনের সম কাজে সম বেতনের দাবিতে ২৯ এবং ৩০শে আগস্ট। অবস্থানরত শ্রমিক নাসির বাবু বলেন প্রায় ৪০০ জন আমরা রয়েছি। আমাদের দাবি সমকাজে সমবেতন দিতে হবে, এছাড়া এজেন্সি কথা তুলে সরকারি কন্ট্রাকচুয়াল হিসেবে আমাদের কাজে লাগানো হোক। তাদের ৩ দফা দাবির ভিত্তিতে মেরিন অফিসের সামনেই তারা বিক্ষোভ সমাবেশে বসলেন তাদের দাবি অবিলম্বে সরকার ঘোষিত ন্যূনতম বেতন দিতে হবে। অবিলম্বে সমস্ত কর্মীকে সংস্থা নিজস্ব চুক্তিতে নিয়োগ করতে হবে। এজেন্সি প্রথার মাধ্যমে নিয়োগ বন্ধ করতে হবে। সারা রাজ্যের বিভিন্ন কর্মী সংস্থা যখন সিওডি হচ্ছে এই সকল কর্মীদের।তাদের দাবি দীর্ঘ ৭ বছর তাদের সিওডি হয়নি। অবিলম্বে তাদের সিওডি করতে হবে।
No comments