হাইরোডে সিগন্যাল পারানোর সময় দুর্ঘটনার কবলে একটি গ্যাস ট্যাঙ্কার
অল্পের জন্য রক্ষা পেল এলাকার মানুষ। খালি প্রপেন গ্যাসের ট্যাঙ্কার মেচেদা থেকে হলদিয়ার দিকে আসছিল। ব্রজলালচক ক্রশ করার সময় হঠাৎ সিগন্যাল পড়ে যাওয়ায় জোর ব্রেক ক…
হাইরোডে সিগন্যাল পারানোর সময় দুর্ঘটনার কবলে একটি গ্যাস ট্যাঙ্কার
অল্পের জন্য রক্ষা পেল এলাকার মানুষ। খালি প্রপেন গ্যাসের ট্যাঙ্কার মেচেদা থেকে হলদিয়ার দিকে আসছিল। ব্রজলালচক ক্রশ করার সময় হঠাৎ সিগন্যাল পড়ে যাওয়ায় জোর ব্রেক করার জন্যই ঘুরে দুটি রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়ে হলদিয়া মেছাদা রাস্তা। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে গেল ওই এলাকার মানুষ । যদি ভর্তি গ্যাস থাকতো তাহলে ট্যাঙ্কার টি পালটি হয়ে যেত ! বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত।
গতকয়েক মাস আগে হাইকোর্টের নির্দেশে ন্যাশনাল হাইওয়ে স্থানীয় বিডিও এবং ভবানীপুর থানা পুলিশের তৎপরতা রাস্তার ধারের দোকানগুলিকে সরে যাওয়ায় দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেল। গত দুমাস আগে এই ধরনের দুর্ঘটনা ঘটলে প্রায় কয়েকজনই দোকান সহ পিসে যেতে বলে এলাকার মানুষের ধারণা। কেবলমাত্র দোকানগুলি উঠে যাওয়া রাস্তা পরিষ্কার থাকার জন্য দুর্ঘটনার হাত থেকে জোর বেঁচে গেল ওই এলাকার মানুষজন । তবে গাড়িটিকে নিয়ে যাওয়ার জন্য একটি ব্রেক ডাউন গাড়িও এসেছে বলে সূত্রের খবর। সূত্রে জানা যায় প্রায় ৩০ মিনিট রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে যানজটের সৃষ্টি হয়। ভবানীপুর থানা ট্রাফিক পুলিশের সহযোগিতায় গাড়িটিকে রাস্তা থেকে সরানো হয়। যানজট মুক্ত হয় রাস্তা। তবে এই ঘটনায় সিগন্যাল সিস্টেম নিয়ে প্রশ্ন তুলছে এলাকার মানুষ।
No comments