ভোজ্য তেল নিয়ে যাওয়ার সময় মাঝপথে পরপর দু’টি ট্রাক উধাও হলদিয়া থেকে ভোজ্য তেল নিয়ে যাওয়ার সময় মাঝপথে পরপর দু’টি ট্রাক উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ট্রাক দু’টি বেপাত্তা হয়েছে বলে অভিযোগ। দু’টি ট্রাকে প্রা…
ভোজ্য তেল নিয়ে যাওয়ার সময় মাঝপথে পরপর দু’টি ট্রাক উধাও
হলদিয়া থেকে ভোজ্য তেল নিয়ে যাওয়ার সময় মাঝপথে পরপর দু’টি ট্রাক উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ট্রাক দু’টি বেপাত্তা হয়েছে বলে অভিযোগ। দু’টি ট্রাকে প্রায় ৪৫ লক্ষ টাকার ভোজ্য তেল রাতারাতি গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। ট্রাক সহ ওই তেল কোথায় গায়েব হয়েছে, ঘটনার ১০ দিন পরও পুলিস তার কিনারা করতে পারেনি। ট্রাক উধাও হওয়ার দু’টি অভিযোগ-ই হলদিয়ার ভবানীপুর থানায় দায়ের করেছে দু’টি আলাদা ট্রান্সপোর্ট এজেন্সি। বেশ কিছুদিন আগে হলদিয়া থেকে দামি কয়লা, প্লাস্টিক উধাও বা গাড়ি থেকে চুরির ঘটনা ঘটছিল। কিন্তু, গত কয়েকমাস ধরে হলদিয়ার একের পর এক ভোজ্য তেল কারখানার ট্রাক মাঝপথ থেকে উধাও হয়ে যাচ্ছে। পুলিস জানিয়েছে, কারখানা থেকে লোডিং করে একটি ট্রাক শিলিগুড়ি যাওয়ার পথে মাঝরাস্তায় বেপাত্তা হয়েছে। ওই ট্রাকে ২৪ টন দু’টি আলাদা ব্র্যান্ডের সোয়া রিফাইন তেল ছিল। যার বাজার মূল্য ২৪ লক্ষ ৬৪ হাজার টাকা। এছাড়া রানিগঞ্জের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক উধাও হয়েছে। তদন্ত চলছে।
No comments