আর জি কর কাণ্ড: সঙ্ঘবদ্ধ হামলার প্রমাণ পেল পুলিস, চিহ্নিত ২৬৩ জনআর জি কর কাণ্ডে সঙ্ঘবদ্ধ হামলার প্রমাণ পেল কলকাতা পুলিস। সিসিটিভি ফুটেজ বলছে হামলাকারীরা এক একটা দলে এসেছিল। বেহালা থেকে বাসে যায় একদল। বাগুইআটি, কেষ্টপুর থেকে আসে …
আর জি কর কাণ্ড: সঙ্ঘবদ্ধ হামলার প্রমাণ পেল পুলিস, চিহ্নিত ২৬৩ জন
আর জি কর কাণ্ডে সঙ্ঘবদ্ধ হামলার প্রমাণ পেল কলকাতা পুলিস। সিসিটিভি ফুটেজ বলছে হামলাকারীরা এক একটা দলে এসেছিল। বেহালা থেকে বাসে যায় একদল। বাগুইআটি, কেষ্টপুর থেকে আসে আরও কয়েকটি দল। উত্তর কলকাতা থেকেও কয়েকটি দল যায়। প্রথমে পাড়ায় পাড়ায় জমায়েত করে তারা। এরপর একসঙ্গে যায় আর জি করের উদ্দেশে। এমন ২৬৩ জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে কলকাতা পুলিস। ১৫৫ জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
No comments