প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া ব্রায়ানস মোরেরা
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে পরিচিত স্পেনের মারিয়া ব্রায়ানস মোরেরা প্রয়াত। বয়স হয়েছিল ১১৭ বছর। আজ মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় এই খবর জানান তাঁর পরিবার। পোস্টে বলা হয়েছ…
প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া ব্রায়ানস মোরেরা
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে পরিচিত স্পেনের মারিয়া ব্রায়ানস মোরেরা প্রয়াত। বয়স হয়েছিল ১১৭ বছর। আজ মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় এই খবর জানান তাঁর পরিবার। পোস্টে বলা হয়েছে মারিয়া ব্রায়ানস আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি চেয়েছিলেন তাঁর মৃত্যু যেন শান্তিতে ও যন্ত্রনা ছাড়াই ঘুমের মধ্যে হয়। আর বাস্তবেও ঘটল তেমনটাই। গত দু’দশক ধরেই তিনি একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। এদিন সেখানেই তাঁর মৃত্যু হয়। ২০২৩ সালে ফ্রান্সের নান লুসিল র্যান্ডনের ১১৮ বছর বয়সে মৃত্যুর পর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড মারিয়া ব্রায়ানসকেই আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে স্বীকূতি দেয়। ১৯০৭ সালের ৪ মার্চ মার্কিন মুলুকের সানফ্রান্সিসকোতে জন্ম হয়েছিল মারিয়ার। তিনি যেমন প্রথম ও দ্বিতীয় দুটি বিশ্বযুদ্ধ দেখেছেন তেমনই আবার স্পেনের গৃহযুদ্ধ বা করোনারও সাক্ষী ছিলেন। এমনকী ২০২০ সালে করোনায় আক্রান্তও হয়েছিলেন। যদিও সেই মারণরোগ থেকে তিনি সম্পূর্ণ সুস্থই হয়ে উঠেছিলেন।
No comments