Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ওয়েবেল কম্পিউটার সেন্টারে আঠারো বর্ষ উদযাপনে চারা গাছ বিতরণ

ওয়েবেল কম্পিউটার সেন্টারে আঠারো বর্ষ উদযাপনে চারা গাছ বিতরণময়নার বিডিও অফিস সংলগ্ন ওয়েবেল কম্পিউটার সেন্টারে আঠারো বর্ষ উদযাপন হয়। এই অনুষ্ঠানে বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র ছাত্র-ছাত্রীদের পঞ্চাশ টি ফুলের চারা গাছ বিতরণ করেন…

 


ওয়েবেল কম্পিউটার সেন্টারে আঠারো বর্ষ উদযাপনে চারা গাছ বিতরণ

ময়নার বিডিও অফিস সংলগ্ন ওয়েবেল কম্পিউটার সেন্টারে আঠারো বর্ষ উদযাপন হয়। এই অনুষ্ঠানে বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র ছাত্র-ছাত্রীদের পঞ্চাশ টি ফুলের চারা গাছ বিতরণ করেন। জবা,  টগর, গন্ধরাজ ,রঙ্গন, প্রভৃতি গাছের চারা  তুলে দেন। গাছের প্রতি উৎসাহ বাড়াতে তার এই কর্মপ্রয়াস । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ  সম্মানীয়া অভয়া দাস,  বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র,  ময়না পঞ্চায়েত সমিতির  ক্রীড়া ও সাংস্কৃতিক দপ্তরের কর্মাধ্যক্ষ  সন্দীপব্রত দাস প্রমুখ।অভয়া দাস বলেন গাছ লাগাতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে বৃক্ষপ্রেমীর মতো। সন্দীপব্রত দাস বলেন পরিবেশ দূষণ রোধে বৃক্ষের অবদান অনস্বীকার্য । বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র বলেন বিশ্ব উষ্ণায়ন রোধে আমাদের আরো বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। অভয়া দাস  কম্পিউটার সেন্টারের শ্রীবৃদ্ধি সাফল্য কামনা করেন। কম্পিউটার প্রশিক্ষক রনজিত মান্না বলেন বৃক্ষপ্রেমী আমাদের প্রতিষ্ঠানে আশায় আমরা গর্বিত। পূজা মাইতি জানা বলেন দিলীপ বাবু সারা বছর ধরে চারা গাছ লাগিয়ে চলেছেন ও চারা গাছ দিয়ে চলেছেন। তিনি পরিবেশ নিয়ে গান কবিতা,  ছড়া লিখে চলেছেন তার এই উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই। প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা পরিবেশ বিষয়ে ভীষণভাবেই উৎসাহিত হন, তারা আগামী দিনে চারাগাছ রোপণের সংকল্প গ্রহণ করেন।

No comments