জীবনানন্দ সভাগৃহে আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদ একটি সারস্বত অনুষ্ঠান চামেলী ভট্টাচার্য হাওড়া: ৯ অগস্ট ‘২৪ শুক্রবার বিকেল পাঁচটায় জীবনানন্দ সভাগৃহে আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদ একটি সারস্বত অনুষ্ঠান হয় । অনুষ্ঠানে কব…
জীবনানন্দ সভাগৃহে আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদ একটি সারস্বত অনুষ্ঠান
চামেলী ভট্টাচার্য হাওড়া: ৯ অগস্ট ‘২৪ শুক্রবার বিকেল পাঁচটায় জীবনানন্দ সভাগৃহে আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদ একটি সারস্বত অনুষ্ঠান হয় । অনুষ্ঠানে কবিতা, গান, আবৃত্তি ও শ্রুতি
নাটকের মনোজ্ঞ পরিবেশনে উজ্জ্বল হয়ে উঠেছিল।অনুষ্ঠানে কবিতা পাঠে ও গানে ছিলেন।কমল দে শিকদার, অরুণ চক্রবর্তী,সঞ্জীব কুমার রাহা ডাঃ প্রভাত ভট্টাচার্য চামেলী ভট্টাচার্য্য, শুভঙ্কর বিশ্বাস, সঞ্চালক ও গায়ক,সীমা মন্ডল পর্ণালী ব্যানার্জী মৃন্ময় মন্ডল সীমা ভৌমিক সুনন্দ দত্ত
মোহাম্মদ লিয়াকত আলী শুভঙ্কর চক্রবর্তী, সামান্য দাস,জয় চাঁদ পোদ্দার পিনাকী বসু, পর্ণা ব্যানার্জী, সৌমল্য মৈত্র ,সৌমিত্র গিরি প্রমুখ শিল্পীরা উপস্থিত ছিলেন।
No comments