Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারত ছাড়ো আন্দোলনের সূচনা পর্ব এবং গান্ধী মূর্তি প্রতিষ্ঠা দিবস পালিত হলো হলদিয়াতে

ভারত ছাড়ো আন্দোলনের সূচনা পর্ব এবং গান্ধী মূর্তি প্রতিষ্ঠা দিবস পালিত হলো হলদিয়াতে 
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর প্রবেশ মুখ হাই রোড ব্রজলালচক মোড়ে প্রতিষ্ঠিত হয়েছিল বাপুজী মহাত্মা গান্ধী মূর্তি সেই মূর্তির প্রতিষ্ঠা দিবস এবং…

 




ভারত ছাড়ো আন্দোলনের সূচনা পর্ব এবং গান্ধী মূর্তি প্রতিষ্ঠা দিবস পালিত হলো হলদিয়াতে 


পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর প্রবেশ মুখ হাই রোড ব্রজলালচক মোড়ে প্রতিষ্ঠিত হয়েছিল বাপুজী মহাত্মা গান্ধী মূর্তি সেই মূর্তির প্রতিষ্ঠা দিবস এবং ভারত ছাড়ো আন্দোলনের সূচনা পর্ব শুরু হয়েছিল ১৯৪২ সালের সেই দিনকে স্মরণ করে প্রত্যেক বছর স্মরণ করে মহাত্মা গান্ধী বাপুজী কুঠিরে ব্রজলালচক হাই রোডে পালিত হয় প্রতিষ্ঠা দিবস। আজ ৯ই আগস্ট নাগাসাকি দিবস গত কয়েকদিন আগেই বাইশে শ্রাবণ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা জানানো হয়েছে।  এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার কবি নজরুল, রবীন্দ্রনাথকে স্মরণ করে বাপুজি কুঠিরে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা পর্ব অনুষ্ঠিত হয়। শুরুতেই দীর্ঘ ১১ বছরের রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধন সংগীত পরিবেশন করেন সারদা কর্য়ারের সদস্য সদস্যাবৃন্দ। শুরুতে ছাত্র-ছাত্রীদের নিয়ে সুসজ্জিত রেলি সংঘটিত হয়। (বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুল, ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুল, দক্ষিণচক হাই স্কুল) সকলকে বৃক্ষরোপনের জন্য একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন বিভিন্ন স্কুলের আচার্য গন। সভা সভাপতিত্ব করেন শীতল কুমার বিশ্বাস এবং পরিচালনা করেন মদনমোহন হোসেন ছিলেন জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা জানালেন বাপুজী কুঠির  সম্পাদক আলোক রঞ্জন দাস। জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা বলেন স্বাধীনতা আন্দোলনের তাৎপর্য ছাত্র যুব সমাজকে বেশি বেশি করে জানাতে হবে। কিভাবে স্বাধীনতা আমাদের পেতে হয়েছে কারা শহীদ হয়েছেন কাদের রক্তের বিনিময়ে ভারত বর্ষ স্বাধীন তা যদি জানাতে না পারা যায় তাহলেই আগামী দিনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মতো আমাদেরকেও সেই দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। নতুন প্রজন্মকে জানাতে হবে স্বাধীনতার ইতিহাস তাদেরকে নিয়েই বেশি বেশি করে চর্চা শুরু করতে হবে।

No comments