Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাজের দক্ষতার সার্টিফিকেট প্রদান

কাজের দক্ষতার সার্টিফিকেট প্রদান

জন শিক্ষন সংস্থান - হলদিয়া ও মিৎসুবিশী কোম্পানি হলদিয়ার যৌথ উদ্যোগে ২০২৩-২৪ আর্থিক বর্ষে যে চারটি কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেগুলোর আজ সার্টিফিকেট প্রদান করা হয়।
উৎসব ভবনে এই অনুষ্ঠানটির উ…

 



কাজের দক্ষতার সার্টিফিকেট প্রদান



জন শিক্ষন সংস্থান - হলদিয়া ও মিৎসুবিশী কোম্পানি হলদিয়ার যৌথ উদ্যোগে ২০২৩-২৪ আর্থিক বর্ষে যে চারটি কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেগুলোর আজ সার্টিফিকেট প্রদান করা হয়।


উৎসব ভবনে এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন মিৎসুবিশী কোম্পানির ডেপুটি ম্যানেজার কাপুর ম্যাডাম ও জন শিক্ষন সংস্থানের অধিকর্তা শ্রী সুকান্ত বন্দোপাধ্যায়। মিৎসুবিশী কোম্পানির সংলগ্ন এলাকায় এই কোর্সগুলি সংঘটিত হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন 
https://youtu.be/9Ct2LI7W5-M


 মিৎসুবিশী কোম্পানির আর্থিক সহযোগিতায় ও জন শিক্ষন সংস্থান হলদিয়ার পরিচালনায় প্রশিক্ষণগুলো প্রদান করা হয়। আলিচক, রামনগর, পূর্ব রঘুনাথচক প্রভৃতি গ্রাম থেকে শতাধিক আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা আজ নিজ হাতে সফলতার সার্টিফিকেট গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির প্ল্যান্ট হেড মাননীয় রজত দে। শ্রী সুকান্ত বন্দোপাধ্যায় বলেন এলাকার বহু মহিলারা জন শিক্ষন সংস্থান থেকে প্রাপ্ত প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ দোকান করেছেন, কেউ পার্লার করেছেন। আবার কেউ কেউ বাড়িতে বসে টেইলারিং এর ও পার্লারের কাজ করে অর্থনৈতিকভাবে সংসার কে সুদৃঢ় করেছে। মায়েদের আয়ের সুবাদে ছোট ছোট ছেলেমেয়েরা উন্নত পড়ার সুযোগ পাচ্ছে। মিঃ দে জন শিক্ষনের মাধ্যমে আরোও নতুন নতুন প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। কাপুর ম্যাডাম বলেন দীর্ঘ ১২ বছর ধরে জন শিক্ষন সংস্থানের মাধ্যমে আমরা খুব সফলতার সঙ্গে প্রশিক্ষণগুলো দিচ্ছি। যার ফলে এলাকার মহিলারা আরো ও বেশী বেশী করে প্রশিক্ষণ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। শিক্ষার্থীরা নিজ মুখে তাদের সফলতার কথা তুলে ধরেন। নাচ, গান ও শিক্ষার্থীদের কথোপকথনের মাধ্যমে এই অনুষ্ঠানটির মহাসমারোহে পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা সংগীতা ভূঞ্যা, সীমা জানা। অফিসের পক্ষে উপস্থিত ছিলেন অমিতাভ বাগ, শান্তনু রায়,পুলক পট্টনায়েক, নুর ইসলাম ও ভাগীরথী মন্ডল। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার শ্রী উদয়শংকর মন্ডল।

No comments